এন্ড্রিকের গোলে কোপার ফাইনালের পথে রিয়াল

3 hours ago 4

রিয়াল মাদ্রিদ মানেই মঞ্চটা বড়, আর বড় মঞ্চে যারা নিজেকে মেলে ধরতে পারে, তারাই ইতিহাসের পাতায় জায়গা করে নেয়। বুধবার রাতে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে এমনই এক মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ব্রাজিলিয়ান বিস্ময়বালক এন্ড্রিক তার সামর্থ্যের ঝলক দেখালেন, আর জুড বেলিংহাম মিডফিল্ডে চালকের আসনে বসে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখলেন। সোসিয়েদাদের মাঠে ১-০ গোলের জয় তুলে নিয়ে কার্লো আনচেলত্তির দল এখন ফাইনালের আরও কাছাকাছি।

মাত্র ১৭ বছর বয়সেই এন্ড্রিক বুঝিয়ে দিলেন, কেন তাকে রিয়াল মাদ্রিদের ভবিষ্যত বলা হয়। ম্যাচের শুরুর দিকে অবশ্য রিয়াল সোসিয়েদাদই আক্রমণের ঝড় তুলেছিল। তাকেফুসা কুবো প্রথম সুযোগ তৈরি করেন তবে তার শক্তিশালী শট আন্দ্রেই লুনিন দুর্দান্তভাবে রুখে দেন। কিন্তু এরপরই গল্পের মোড় ঘুরিয়ে দিলেন এন্ড্রিক।

বেলিংহামের এক অসাধারণ পাস থেকে বল পেয়ে গতির ঝড় তুলে ডিফেন্ডারকে পরাস্ত করেন এন্ড্রিক, এরপর ঠান্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে। প্রথম সুযোগেই গোল—রিয়াল মাদ্রিদের জার্সিতে এর চেয়ে ভালো মুহূর্ত আর কী হতে পারে তার জন্য!

ভিনিসিয়ুস জুনিয়র এরপর ব্যবধান দ্বিগুণ করতে পারতেন, কিন্তু গোলরক্ষকের দুর্দান্ত সেভে বেঁচে যায় সোসিয়েদাদ। তবে মাদ্রিদ পুরো ম্যাচে নিয়ন্ত্রণ নেয়নি, বরং মুহূর্তের ঝলকানিতে ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

যখনই রিয়ালের আক্রমণ তৈরি হয়েছে, তার কেন্দ্রে ছিলেন জুড বেলিংহাম। ইংলিশ মিডফিল্ডার পুরো ম্যাচ জুড়ে মাঠে দাপট দেখিয়েছেন, নিখুঁত পাসে ও তীক্ষ্ণ মুভমেন্টে প্রতিপক্ষের রক্ষণকে বিপাকে ফেলেছেন। ম্যাচের একমাত্র গোলেও তার অবদান সবচেয়ে বেশি।

বেলিংহামের অনবদ্য বল কন্ট্রোল আর আক্রমণাত্মক পাসিং রিয়ালের মাঝমাঠকে শক্তি জুগিয়েছে। ম্যাচের দ্বিতীয়ার্ধে এন্ড্রিক আবারও আলো ছড়ান, একবার তার শক্তিশালী শট বারে লেগে ফিরে আসে।

বাকি সময়টা ছিল ম্যাচ নিয়ন্ত্রণের। রিয়াল মাদ্রিদ মূলত নিজেদের রক্ষণ জমাট রাখার কৌশল নেয়, প্রতিপক্ষকে খুব বেশি সুযোগ দেয়নি। যদিও সোসিয়েদাদ বলের দখল বেশি রেখেছে, কিন্তু কার্যকর কিছু করতে পারেনি।

এই ১-০ গোলের জয় রিয়াল মাদ্রিদকে ফাইনালের পথে এগিয়ে দিলেও কাজ এখনও শেষ হয়নি। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে সোসিয়েদাদের জন্য সমীকরণ সহজ হবে না। তাদের আক্রমণভাগ এই মৌসুমে বেশ সংগ্রাম করছে, আর রিয়ালের মতো দলে এডভান্টেজ থাকলে সেটা কাজে লাগাতেই জানে।

রিয়াল মাদ্রিদ কখনোই ছোট প্রতিপক্ষকে হালকাভাবে নেয় না, আর এই জয় তাদেরকে আরেকটি শিরোপার স্বপ্ন দেখাচ্ছে। এন্ড্রিকের জন্য এটি শুধুই শুরু, আর বেলিংহামের মতো ফুটবলার যখন মাঝমাঠে রাজত্ব করেন, তখন মাদ্রিদের স্বপ্ন দেখা দোষের কিছু নয়। ফিরতি লেগে সোসিয়েদাদ যদি অলৌকিক কিছু না করতে পারে, তবে রিয়াল মাদ্রিদকে ফাইনালে দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র।

Read Entire Article