আকাশের বুকে তুলো পেঁজা মেঘ, বুক চিড়ে নীলাভ ক্যানভাস। কল্পনা মাত্রই রোমাঞ্চিত হওয়ার কথা প্রকৃতিপ্রেমীদের। ব্রাজিলিয়ান বিস্ময় বালক এন্দ্রিককে দেখে ঠিক সেই রোমাঞ্চে ভাসতে বলেছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের মতো এন্দ্রিক আকাশের মতো দর্শনীয়। কোপা দেল রে তে সেমিফাইনালের প্রথম লেগে ১-০ গোলে রিয়াল সোসিয়েদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জয়সূচক একমাত্র গোলটি করেছেন এন্দ্রিক। এ... বিস্তারিত