এফবিসিসিআই-ঢাকা চেম্বার কি সরকারের মুখপাত্র

4 months ago 50

আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সরকারের সুরে সুর মেলানোয় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবং ঢাকা চেম্বার সরকারের মুখপাত্র কি না- এমন প্রশ্ন তুলেছে ডিবেট ফর ডেমোক্রেসি।

শনিবার (৮ জুন) রাজধানীর এফডিসিতে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক স্থিতিশীলতায় প্রস্তাবিত বাজেট নিয়ে ছায়া সংসদ’শীর্ষক অনুষ্ঠানে এ প্রশ্ন তোলে সংগঠনটি।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত ও গণমুখী বলে উল্লেখ করেছে আওয়ামী লীগ। বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এবারের বাজেটকে যৌক্তিক, বাস্তবসম্মত ও গণমুখী হিসেবে আখ্যায়িত করেছে। আবার ঢাকা চেম্বারও প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে।’

সিপিডি, সানেম, পিআরআইসহ অনেক প্রতিষ্ঠান বাজেট বাস্তবায়ন কঠিন বলে মনে করছে উল্লেখ করে কিরণ বলেন, ‘এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সংসদ সদস্য এ কে আজাদ প্রস্তাবিত বাজেটে ভ্যাট বাড়ানোর বিপক্ষে অবস্থান নিয়ে পণ্যের মূল্যবৃদ্ধি, মানুষের কর্ম হারানোর শঙ্কা এবং ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কথা বলে এই বাজেট রিভিউ করার সুপারিশ করেছেন।’

তিনি বলেন, ‘এফবিসিসিআই ও ঢাকা চেম্বার যেহেতু সরকারের মতোই প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে, তাতে এই দুই ব্যবসায়ী সংগঠন ব্যবসায়ীদের মুখপাত্র না হয়ে সরকারের মুখপাত্র বলে মনে হতে পারে।’

হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রিজার্ভের ঘাটতি, ডলারের উচ্চমূল্য, আর্থিক খাতের বিশৃঙ্খলা, অর্থপাচার, লাগামহীন দুর্নীতিসহ নানান চ্যালেঞ্জের মধ্যে অত্যন্ত কঠিন একটা বৈরী সময়ে উপস্থাপিত হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। প্রস্তাবিত বাজেটে নানান সংকটের কথা বলা হলেও এর উত্তরণের কৌশলগত কোনো স্পষ্টতা নেই। আর্থিকখাতে শৃঙ্খলা ফেরাতে নেই কোনো পদক্ষেপ। অর্থপাচার রোধ, দুর্নীতি নিয়ন্ত্রণ, অপচয় কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে নেই কোনো সুস্পষ্ট ব্যাখ্যা। যারা কর ফাঁকি দেন তাদের ওপর চাপ না বাড়িয়ে যারা নিয়মিত কর দেন তাদের ওপর বাড়তি কর আদায়ের ছক দেখা গেছে ঘোষিত বাজেটে। পাচার করা অর্থ ফিরিয়ে আনা, শেয়ারবাজার, হুন্ডি বন্ধসহ ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রস্তাবিত বাজেট কোনো উদ্যোগের কথা খুঁজে পাওয়া যায়নি।’

এসএম/কেএসআর/জেআইএম

Read Entire Article