বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফয়জুল কবীর মুবিন বলেছেন, দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ধারণের জন্য আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক শক্তি নির্বাচনে বিজয়ী হলেও সেটি ফলপ্রসূ হবে না। বরং হিংসা-প্রতিহিংসা আরও ছড়িয়ে পড়বে। তাই আমি বলবো, আওয়ামী লীগের রাজনীতির স্বীকৃতি দেওয়া উচিত।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ৮ মিনিট ৫৮ সেকেন্ডের এক লাইভে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি নেতা থেকে আওয়ামী লীগে আসা এই আইনজীবী আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা সবাই এই দেশের বাসিন্দা—আমার, আপনার, সবার সমান অধিকার রয়েছে।’
জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সত্যিকারের অর্থে তাদের অতীতের ভুল ও ত্রুটি অনুধাবন করে থাকে, তাহলে বুঝতে হবে—এই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য আওয়ামী লীগের রাজনীতিই একমাত্র পথ।’
মুবিন বলেন, ‘জামায়াতে ইসলামী যদি একাত্তরসহ অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে থাকে, সেটি ইতিবাচক পদক্ষেপ। তবে মুখের কথা নয়, কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতির অন্তর্ভুক্তি ও শেখ হাসিনার নেতৃত্বে কাজের মাধ্যমে যদি তারা সেই অনুতাপ দেখাতে পারে, তাহলে আমরাও তা বিশ্বাস করতে পারবো।’
লাইভের শেষে তিনি বলেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়তু শেখ হাসিনা—বাংলাদেশ আওয়ামী লীগের জয় হোক।’
এর আগে সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে ফয়জুল কবীর মুবিনকে বিএনপি ও ফোরামের সব পদ থেকে বহিষ্কার করে।
তার আগে বুধবার (২২ অক্টোবর) রাতে তিনি ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেন। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এসকে রাসেল/এসআর/এএসএম

2 hours ago
4









English (US) ·