এবার আফ্রিদির রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
রাঁচির সন্ধ্যায় আবারও বদলে গেল একটি রেকর্ডবই। বল আকাশে উঠল, স্টেডিয়ামে গর্জন উঠল, আর ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা লিখে ফেললেন আরও এক নতুন রেকর্ড। পুরুষদের ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, জয়সূরিয়া—সবাইকে পেছনে ফেলে ক্রিকেট ইতিহাসে এককভাবে দাঁড়ালেন ‘হিটম্যান’। রোববার (৩০ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনটি ছক্কা হাঁকাতেই রোহিতের ওডিআই ছক্কার সংখ্যা দাঁড়ায় ৩৫২–একটি বেশি আফ্রিদির (৩৫১) থেকে। বিশেষত্ব হচ্ছে, আফ্রিদি যেখানে ছুঁয়েছিলেন ৩৬৯ ইনিংসে, সেখানে রোহিতের লাগল মাত্র ২৬৯ ইনিংস। রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঝড়ো অর্ধশতক গড়ার পথে ছক্কার এই রেকর্ডটি নিজের করে নেন ৩৮ বছর বয়সী ওপেনার। পুরুষদের ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা রোহিত শর্মা (ভারত) – ৩৫২ ছক্কা, ২৬৯ ইনিংস শহীদ আফ্রিদি (পাকিস্তান) – ৩৫১ ছক্কা, ৩৬৯ ইনিংস ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ৩৩১ ছক্কা, ২৯৪ ইনিংস সনৎ জয়সূরিয়া (শ্রীলঙ্কা) – ২৭০ ছক্কা, ৪৩৩ ইনিংস এমএস ধোনি (ভারত) – ২২৯ ছক্কা, ২৯৭ ইনিংস এতেই শেষ নয়। সব ফরম্যাট মিলিয়েও বিশ্বের সবচেয়ে বেশি ছক্কা রেকর্ডটি রোহিতে
রাঁচির সন্ধ্যায় আবারও বদলে গেল একটি রেকর্ডবই। বল আকাশে উঠল, স্টেডিয়ামে গর্জন উঠল, আর ভারতের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা লিখে ফেললেন আরও এক নতুন রেকর্ড। পুরুষদের ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার মালিক এখন তিনি। শহীদ আফ্রিদি, ক্রিস গেইল, জয়সূরিয়া—সবাইকে পেছনে ফেলে ক্রিকেট ইতিহাসে এককভাবে দাঁড়ালেন ‘হিটম্যান’।
রোববার (৩০ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনটি ছক্কা হাঁকাতেই রোহিতের ওডিআই ছক্কার সংখ্যা দাঁড়ায় ৩৫২–একটি বেশি আফ্রিদির (৩৫১) থেকে। বিশেষত্ব হচ্ছে, আফ্রিদি যেখানে ছুঁয়েছিলেন ৩৬৯ ইনিংসে, সেখানে রোহিতের লাগল মাত্র ২৬৯ ইনিংস।
রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ঝড়ো অর্ধশতক গড়ার পথে ছক্কার এই রেকর্ডটি নিজের করে নেন ৩৮ বছর বয়সী ওপেনার।
পুরুষদের ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা
- রোহিত শর্মা (ভারত) – ৩৫২ ছক্কা, ২৬৯ ইনিংস
- শহীদ আফ্রিদি (পাকিস্তান) – ৩৫১ ছক্কা, ৩৬৯ ইনিংস
- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ৩৩১ ছক্কা, ২৯৪ ইনিংস
- সনৎ জয়সূরিয়া (শ্রীলঙ্কা) – ২৭০ ছক্কা, ৪৩৩ ইনিংস
- এমএস ধোনি (ভারত) – ২২৯ ছক্কা, ২৯৭ ইনিংস
এতেই শেষ নয়। সব ফরম্যাট মিলিয়েও বিশ্বের সবচেয়ে বেশি ছক্কা রেকর্ডটি রোহিতের। আন্তর্জাতিক ক্রিকেটে তার ছক্কার সংখ্যা এখন ৬৪৫। দ্বিতীয় স্থানে বহু দূরে রয়েছেন গেইল (৫৫৩ ছক্কা)।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা
- রোহিত শর্মা – ৬৪৫
- ক্রিস গেইল – ৫৫৩
- শাহিদ আফ্রিদি – ৪৭৬
- ব্রেনডন ম্যাককালাম – ৩৯৮
- জস বাটলার – ৩৮৭
রোহিত ইতোমধ্যেই ‘হিটম্যান’ ডাকনামকে নানাভাবে সার্থক করেছেন। তবে রাঁচিতে ছক্কার এই অর্জন তাকে আরেকবার ক্রিকেটের ইতিহাসের পাতায় স্থায়ী করে দিল।
আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা মারার অনন্য শিল্পী—রোহিত শর্মার নামটির সামনে এখন একটি নতুন মুকুট যোগ হলো।
What's Your Reaction?