এবার ইসরায়েলের কার্যক্রমে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সৌদি আরব

2 months ago 24

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর সংকটময় মুহূর্তে অধিকৃত গোলান মালভূমিতে বসতি স্থাপন দ্বিগুণ করার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল। এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সৌদি আরব।

রোববার (১৫ ডিসেম্বর) সৌদি আরব ইসরায়েলের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইসরায়েলের এই অগ্রহণযোগ্য কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। খবর আরব নিউজ

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার গোলান মালভূমিতে জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে ১১ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে। নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি এবং নতুন ফ্রন্টের আলোকে গোলান মালভূমির জনসংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যেই এই পরিকল্পনা গৃহীত হয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গোলান মালভূমি সিরিয়ার দখলকৃত আরব ভূমি। ইসরায়েলের এই পদক্ষেপ কেবল সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন তারা সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইসরায়েলের এই লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানায়।

উল্লেখ্য, ইসরায়েল ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে গোলান মালভূমির বেশিরভাগ অংশ দখল করে নেয়। পরবর্তীতে ১৯৮১ সালে এটি আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করা হয়, যা শুধু যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিয়েছে।

সৌদি আরবের এই তীব্র প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে ইসরায়েলবিরোধী অবস্থান আরও জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Read Entire Article