এবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে প্রস্তুত গাজা

1 month ago 11

গাজায় যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, তবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি প্রতিষ্ঠা করতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হামাসের এক শীর্ষ নেতা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের জন্য তারা আন্তরিকভাবে প্রস্তুত। হামাসের এই প্রস্তুতির ঘোষণা এমন এক সময়ে এসেছে, যখন ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এর প্রভাব গাজায় শান্তির পথে এগিয়ে যেতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।

হামাসের শীর্ষ কর্মকর্তা আরও জানান, তারা মিসর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় চুক্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত এবং ইতোমধ্যেই এই দেশের প্রতিনিধিদের তাদের প্রস্তুতির বিষয়টি জানিয়ে দিয়েছে। তবে, হামাস অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধবিরতির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে সঠিক ভূমিকা পালন করছে না।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স আশা করছে, এর প্রভাব গাজার সংঘাতকে স্থায়ীভাবে বন্ধ করতে সহায়ক হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও এই যুদ্ধবিরতিকে গাজার পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এবং ইসরায়েল গাজার পরিস্থিতি নিজেদের শর্তে নিয়ন্ত্রণে রাখবে। তবে, ইসরায়েলের পাশাপাশি হামাসও তাদের অবস্থান পরিবর্তন করতে প্রস্তুত এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে আলোচনায় অংশ নিতে ইচ্ছুক।

যুদ্ধবিরতির এই পদক্ষেপটি গাজার জনগণের জন্য নতুন আশা তৈরি করেছে, যদিও সংঘাত এখনো পুরোপুরি থামেনি। সবার নজর এখন ইসরায়েল এবং হামাসের মধ্যে স্থায়ী শান্তির আলোচনার দিকে।

Read Entire Article