এবার উপজেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাত ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসের দোতালায় জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পাশের একটি ভবন থেকে লাঠির সঙ্গে গামছায় পেট্রল লাগিয়ে আগুন দেয়। গামছা পুড়ে ছাই মেঝেতে পড়ে থাকে। এ সময় অফিসের লোকজনের টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার বলেন, আমি রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ি। আগুনের বিষয়টি প্রথমে বুঝতে পারিনি। টের পেলে ৯৯৯ কল দিতাম। পরে বিষয়টি বুঝতে পারলে কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, কৌশলে ভবনের পেছনের থাই গ্লাসের জানালা খুলে ফেলেছে দুর্বৃত্তরা। তারপর আগুন দেওয়ার চেষ্টা করে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বলেন, তপশিল ঘোষণার পর থেকে আ

এবার উপজেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার চেষ্টা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে পেট্রল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাত ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসের দোতালায় জানালার কাচ ভেঙে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পাশের একটি ভবন থেকে লাঠির সঙ্গে গামছায় পেট্রল লাগিয়ে আগুন দেয়। গামছা পুড়ে ছাই মেঝেতে পড়ে থাকে। এ সময় অফিসের লোকজনের টের পেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার বলেন, আমি রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ি। আগুনের বিষয়টি প্রথমে বুঝতে পারিনি। টের পেলে ৯৯৯ কল দিতাম। পরে বিষয়টি বুঝতে পারলে কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, কৌশলে ভবনের পেছনের থাই গ্লাসের জানালা খুলে ফেলেছে দুর্বৃত্তরা। তারপর আগুন দেওয়ার চেষ্টা করে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার বাসুদেব সরকার বলেন, তপশিল ঘোষণার পর থেকে আমাদের কোনো ছুটি নেই। আমি রাত ১১টার সময় অফিসের কাজ শেষ করে বাসায় যাই। সকালে অফিসে এলে এমন পরিস্থিতি দেখি। তবে অফিস এবং অফিসের কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি। তিনি আরও বলেন, গত ১১ ডিসেম্বর তপশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন বানচাল করার জন্য একটি মহল এরকম ঘটনা ঘটাতে পারে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের, নির্বাহী অফিসার এবং থানার ওসিকে অবহিত করেছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow