এবার এক সিনেমায় শাকিব-হানিয়া!
ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। টানা দুই দশকের বেশি সময় ধরে দেশীয় চলচ্চিত্রে তিনি একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। বিশেষ করে ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমার মাধ্যমে দর্শকরা যেন নতুন এক শাকিব খানকে আবিষ্কার করেন। এই ছবির ব্যাপক সাফল্যের পর ধারাবাহিকভাবে তুফান, বরবাদ ও তাণ্ডব-এর মতো দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। আগামীতে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা সোলজার, যা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই শোনা যাচ্ছে নতুন এক গুঞ্জন—পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাঁধতে পারেন শাকিব খান। টানা কয়েকটি অ্যাকশনধর্মী সিনেমার পর শাকিব এবার নাকি রোমান্টিক ঘরানার ছবিতে ফিরছেন। আর এই ছবিতেই একজন পাকিস্তানি নায়িকার সঙ্গে তাকে দেখা যেতে পারে। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, চলতি বছরেই এমন একটি রোমান্টিক সিনেমার কাজ শুরু হতে পারে এবং এ নিয়ে পাকিস্তানের কয়েকজন শিল্পীর সঙ্গে প্রাথমিক যোগাযোগও করা হয়েছে। অন্য একটি সূত্র জানায়, সেই সম্ভাব্য নায়িকা হতে পারেন হানিয়া আমির। জানা গেছে, গত আগস্টে বাংলাদেশে আসার আগেই শাকিব
ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। টানা দুই দশকের বেশি সময় ধরে দেশীয় চলচ্চিত্রে তিনি একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। বিশেষ করে ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া প্রিয়তমা সিনেমার মাধ্যমে দর্শকরা যেন নতুন এক শাকিব খানকে আবিষ্কার করেন। এই ছবির ব্যাপক সাফল্যের পর ধারাবাহিকভাবে তুফান, বরবাদ ও তাণ্ডব-এর মতো দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি।
আগামীতে মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা সোলজার, যা নিয়ে ইতোমধ্যেই ভক্তদের আগ্রহ তুঙ্গে। এর মধ্যেই শোনা যাচ্ছে নতুন এক গুঞ্জন—পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাঁধতে পারেন শাকিব খান।
টানা কয়েকটি অ্যাকশনধর্মী সিনেমার পর শাকিব এবার নাকি রোমান্টিক ঘরানার ছবিতে ফিরছেন। আর এই ছবিতেই একজন পাকিস্তানি নায়িকার সঙ্গে তাকে দেখা যেতে পারে। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, চলতি বছরেই এমন একটি রোমান্টিক সিনেমার কাজ শুরু হতে পারে এবং এ নিয়ে পাকিস্তানের কয়েকজন শিল্পীর সঙ্গে প্রাথমিক যোগাযোগও করা হয়েছে।
অন্য একটি সূত্র জানায়, সেই সম্ভাব্য নায়িকা হতে পারেন হানিয়া আমির। জানা গেছে, গত আগস্টে বাংলাদেশে আসার আগেই শাকিব খানের সঙ্গে সিনেমা নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলেন হানিয়া। অভিনেত্রীর টিমও শাকিবের সঙ্গে কাজ করতে বেশ আগ্রহী। তবে এখনো পর্যন্ত কোনো সিনেমায় আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হননি হানিয়া আমির।
কারণ হিসেবে সূত্র জানাচ্ছে, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েকমাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে। তাই আলোচনা এখনও চলমান রয়েছে।
তাই শাকিবের বিপরীতে কোন পাকিস্তানি অভিনেত্রীকে দেখা যাবে সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তার ভক্তদের।
What's Your Reaction?