এবার এশিয়ার আরেক দেশ পূর্ব তিমুরে জেন-জি আন্দোলন

2 hours ago 1

এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে জেন-জি আন্দোলন শুরু হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) আজীবন পেনশন ভাতা ও বিনামূল্যে গাড়ি দেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) থেকে রাস্তায় নামেন দেশটির হাজারও মানুষ, যাদের অধিকাংশই ছিলে তরুণ বা জেন-জি প্রজন্মের।

এদিকে, বিক্ষোভের মুখে এরই মধ্যে পরিকল্পনাটি বাতিল করেছে পূর্ব-তিমুর সরকার। তারপরও রাস্তায় আছেন অন্তত ২ হাজার তরুণ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার প্রতিবাদকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। সেসময় তারা একটি সরকারি গাড়িতে আগুনে দিয়ে দেন। পুলিশ টিয়ার ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

আন্দোলন শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যে সরকার দুটি পরিকল্পনা-ই বাতিল করে। তারপরও বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানী দিলিতে প্রায় ২ হাজার জন প্রতিবাদকারী রাস্তায় ফিরে আসেন।

দেশটিতে এই আন্দোলন এমন সময় হচ্ছে, যখন এশিয়ার বিভিন্ন দেশে একই ধরনের ঘটনা ঘটছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে এমন আন্দোলন সরকারের পতন পর্যন্ত ঘটিয়েছে। তাছাড়া ইন্দোনেশিয়াতেও সংসদ সদস্যদের অতিরিক্ত সুযোগ-সুবিধার বিরুদ্ধে সড়কে নেমেছেন জেন-জি’র তরুণরা।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে টিয়ার গ্যাসের শিকার হয়েছেন। আইনপ্রণেতারা কাজের জন্য বিলাসবহুল গাড়ি কিনতে চাইছেন, অথচ জনগণ এখনো কষ্টে দিনযাপন করছে।

২০২৩ সালের হিসাব অনুযায়ী, পূর্ব-তিমুরের একজন সংসদ সদস্যের বার্ষিক বেসিক বেতন ৩৬ হাজার ডলার বা প্রায় ৪৪ লাখ টাকা। এটি দেশটির গড় আয়ের প্রায় ১০ গুণ। ২০২১ সালের সরকারি প্রতিবেদনে দেশের গড়ে আয়ের পরিমাণ ছিল ৩ হাজার ডলার।

পূর্ব-তিমুরে আইনপ্রণেতাদের গাড়ি দেওয়ার পরিকল্পনা নতুন কিছু নয়। ২০০০ এর দশক থেকে নিয়মিতভাবে এই বিষয়ে প্রতিবাদ হচ্ছে। এই আন্দোলনের অন্যতম নেতা সেজারিও সেজার বিবিসিকে জানান, ২০০৮ সালে সরকার ৬৫ জন এমপির জন্য ১০ লাখ ডলার খরচ করে নতুন গাড়ি কেনার পরিকল্পনা করেছিল। তখনো ছাত্রসমাজ প্রতিবাদে নামে ও পুলিশ তাদের গ্রেফতার করে।

কিন্তু এবার আন্দোলন প্রকৃত অর্থে বড় রূপ নিয়েছে। দেশটি এখন সামাজিক বৈষম্য ও বেকারত্বের সঙ্গে লড়াই চালাচ্ছে।

সেজার বলেন, আমরা এই প্রতিবাদ শুরু করেছি, যখন তারা গাড়ি কিনার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এবার এটি বিস্ফোরিত হয়েছে, কারণ মানুষ তাদের (এমপি) ‘প্রতিশ্রুতির ফাঁকা বুলি’ শুনে শুনে ক্লান্ত। মানুষ ভালো শিক্ষা, পানি ও স্যানিটেশন সুবিধা পাচ্ছে না, অথচ তারা নিজেদের সুবিধামতো আইন তৈরি করছেন। আমরা এটাকে অন্যায়ের উদাহরণ মনে করি।

৩০ বছর বয়সী এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আরও জানিয়েছেন, সরকার আগে থেকেই সংসদ সদস্যদের গাড়ি দিয়েছিল। কিন্তু নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকায় তিনি ক্ষুব্ধ। তার বক্তব্য, আগের গাড়িগুলো এখনো ভালো অবস্থায় রয়েছে।

এদিকে, আন্দোলনের মুখে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দেশটির সংসদ সদস্যরা ৬৫ জন এমপির জন্য নতুন টয়োটা প্রাডো এসইইউভি কেনার পরিকল্পনা বাতিলের পক্ষে একমত হয়েছেন। তবে বুধবারও প্রতিবাদ চলতে থাকে।

৪২ বছর বয়সী ট্রিনিটো গায়ো ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, গুঞ্জন উঠেছে, গাড়িগুলো এরই মধ্যে পথে রয়েছে। এজন্যই আমরা সবাই এখানে রয়েছি, যাতে আমার করের টাকা ভুল জায়গায় না যায়। প্রতিবাদকারীরা অবসরপ্রাপ্ত এমপিদের জীবনকালীন ভাতা বাতিলের দাবিও জানিয়েছেন।

পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম তরুণ দেশ। জাতিসংঘের তথ্য অনুযায়, এখানে ৩৫ বছরের নিচে জনগণের সংখ্যা ৭০ শতাংশের বেশি। এটি এই অঞ্চলের দরিদ্রতম রাষ্ট্রগুলোর একটি হলেও প্রতিবেশী দেশগুলোর মধ্যে ‘গণতন্ত্রের দৃষ্টান্ত’ হিসেবে বিবেচিত হয়।

দেশটির সাবেক মন্ত্রী ও ইনস্টিটিউট অব পলিটিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সভাপতি ফিদেলিস লেইটে মাগালহাইস বিবিসিকে জানান, আমাদের দেশের মানুষ সাধারণত মনে করে, প্রতিবাদ গণতান্ত্রিক ব্যবস্থারই একটি অংশ। দিলিতে জীবন স্বাভাবিক, এটি সবচেয়ে বড় প্রতিবাদের মধ্যে একটি হলেও সমাজে আতঙ্ক সৃষ্টি করবে না।

এশিয়ার অন্যান্য প্রতিবেশী দেশেও সম্প্রতি অনুরূপ গণ-প্রতিবাদ দেখা গেছে। নেপালে সম্প্রতি জেনারেশন জেডের রাস্তায় নেমে ‘নেপো বেবিজ’ ও রাজনৈতিক শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে কয়েক ডজন মানুষ নিহত হন। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেশটির শীর্ষ নেতৃত্ব পদত্যাগ করতে বাধ্য হন।

আগস্টে ইন্দোনেশিয়াতেও জীবনযাত্রার খরচ ও শীর্ষপদে থাকা কর্মকর্তাদের প্রতি ক্ষোভে ব্যাপক প্রতিবাদ হয়। পরিস্থিতি খারাপ হয়ে ওঠে যখন এক মোটরসাইকেল আরোহী পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হন।

তার আগে গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশেও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। পরবর্তী সময়ে সেই আন্দোলন গণ-অভ্যুত্থানে রূপ নেয় ও শেখ হাসিনা সরকারের পতন ঘটায়

সূত্র: বিবিসি

এসএএইচ

Read Entire Article