চীনকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপ শেষ করেছে বাংলাদেশ যুব দল, সেই চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করতে যাচ্ছেন মেয়েরা। বুধবার বিকেলে ওমানের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে অনূর্ধ্ব-২১ নারী হকি দল, বৃহস্পতিবার সকালে দেশে ফিরছে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা ছেলেরা।
ভারত-পকিস্তান ফাইনাল দিয়ে ছেলের আসর শেষ হবে বৃহস্পতিবার। বাংলাদেশ-চীন ম্যাচ দিয়ে মেয়েদের আসর শুরু হবে ৭ ডিসেম্বর। ছেলেদের মতো মেয়েদের বিভাগেও অংশ নিচ্ছে ১০ দেশ। এখান থেকে শীর্ষ ৫ দল উঠবে জুনিয়র বিশ্বকাপে। আগামী বছর এই বিশ্বকাপ হবে চিলিতে।
বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে। প্রতিপক্ষ চীন, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ৮ ডিসেম্বর ভারতের বিপক্ষে, তৃতীয় ম্যাচ ১০ ডিসেম্বর থাইল্যান্ডের বিপক্ষে এবং গ্রুপের চতুর্থ ম্যাচ ১১ ডিসেম্বর মালয়েশিয়ার বিপক্ষে।
'বি' গ্রুপের ৫ দেশ হচ্ছে-হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও চাইনিজ তাইপে। মেয়েদের প্রতিযোগিতা শেষ হবে ১৫ ডিসেম্বর।
আরআই/আইএইচএস