এবার কর্ণফুলী থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

5 hours ago 9
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, অজ্ঞাত এই যুবক অন্তত তিন থেকে চার দিন আগে মারা গেছেন। রোববার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নগরীর বন্দর থানার নেভাল বার্থের পেছনে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।  নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ কালবেলাকে বলেন, অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তার পরনে নীল জিন্সের প্যান্টের সঙ্গে টিশার্ট, এর ওপর কালো কটি ছিল। লাশটি পচে যাওয়ায় ঘটনাস্থলের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে নগরীর টাইগার পাস এলাকার রেলওয়ে কলোনির ১৯/২ নম্বর পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ওই যুবকও তিন থেকে চার দিন আগে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।
Read Entire Article