এবার চলচ্চিত্রে অনুদান পাচ্ছেন যারা

2 months ago 7

চলচ্চিত্র নির্মাণে সৃজনশীলতা ও নতুন ভাবনার প্রতি উৎসাহ জানিয়ে এবার ৩২টি চলচ্চিত্রকে দেওয়া হচ্ছে সরকারি অনুদান। সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৯ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে। সেখানে নির্মাতা গোলাম সোহরাব দোদুল ও কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল ছবির জন্য অনুদান পেয়েছেন।

মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের জারি করা দুইটি পৃথক প্রজ্ঞাপনে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে এসব অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা প্রকাশ করা হয়।

এবার ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিটি পাচ্ছে ৭৫ লাখ টাকা করে এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পাচ্ছে ২০ লাখ টাকা করে অনুদান।

চলচ্চিত্র শিল্পে মেধা ও মৌলিক চিন্তার বিকাশে প্রতিবছরের মতো এবারও এই অনুদান দেওয়া হচ্ছে বলে জানানো হয়। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে চূড়ান্ত হয় এই তালিকা।

অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র:
শিশুতোষ বিভাগে: রবিনহুডের আশ্চর্য অভিযান (প্রযোজক: জগন্ময় পাল)

প্রামাণ্যচিত্র বিভাগে: মায়ের ডাক (প্রযোজক: লাবিব নামজুছ ছাকিব)

রাজনৈতিক ইতিহাস ভিত্তিক: জুলাই (পরিচালক: মাহমুদুল ইসলাম)

সাংস্কৃতিক ইতিহাস ভিত্তিক: রুহের কাফেলা (প্রযোজক: হাসান আহম্মেদ সানি)

৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র

সাধারণ বিভাগে:
পরোটার স্বাদ (প্রযোজক: সিংখানু মারমা)
খোঁয়ারি (প্রযোজক: সৈয়দ সালেহ আহমেদ সোবহান)
জীবন অপেরা (প্রযোজক: এম আলভী আহমেদ)
জলযুদ্ধ (প্রযোজক: গোলাম সোহরাব দোদুল)
কবির মুখ: The Time Keeper (প্রযোজক: মুশফিকুর রহমান)
কফিনের ডানা (প্রযোজক: আনুশেহ আনাদিল)
নওয়াব ফুজুন্নেসা (প্রযোজক: মোছা. সাহিবা মাহবুব)
জুঁই (প্রযোজক: সুজন মাহমুদ)

অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র:
শিশুতোষ বিভাগে: মন্দ-ভালো (প্রযোজক: মাহবুব আলম)

প্রামাণ্যচিত্র বিভাগে:
ফেলানী (প্রযোজক: সাব্বির)
ঝুঁকির মাত্রা (প্রযোজক: তাফজিরা রহমান সামিয়া)
জীবনের গান (প্রযোজক: জাহিদ হাসান)

রাজনৈতিক ইতিহাস ভিত্তিক:
হু হ্যাজ মেইড আস ফ্লাই (প্রযোজক: অভীক চন্দ্র তালুকদার)
ভরা বাদর (প্রযোজক: মোহাম্মদ সাইদুল আলম খান)
১২৩০ (প্রযোজক: সালমান নূর)

সাংস্কৃতিক ইতিহাস ভিত্তিক: বৃন্দারাণীর আঙুল (প্রযোজক: শুভাশিস সিনহা)

সাধারণ বিভাগে:
একটি সিনেমার জন্য (প্রযোজক: সাদমান শাহরিয়ার)
দাফন (প্রযোজক: মো. সাইদুল ইসলাম)
সাতীর (প্রযোজক: মো. ইফতেখার জাহান নয়ন)
মাংস কম (প্রযোজক: নোশিন নাওয়ার)
গগন (প্রযোজক: সুমন আনোয়ার)
অতিথি (প্রযোজক: মো. আবিদ মল্লিক)
বোবা (প্রযোজক: সালজার রহমান)
অদ্বৈত (প্রযোজক: সাদিয়া খালিদ)
আশার আলো (প্রযোজক: মো. আরিফুর রহমান)
গর্জনপুরের বাঘা (প্রযোজক: মো. মনিরুজ্জামান)

এলআইএ/এমএস

Read Entire Article