এবার চুরি করতে গিয়ে র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যা

এবার জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। মহর উদ্দিন রাজধানী ঢাকার মোহাম্মদপুর র‌্যাব-২ এ কর্মরত রয়েছেন। লিপি উপজেলার শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার রাতে গৃহবধূ লিপি খাতুন মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে চোর গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে চোর। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, শ্বাসরোধে গৃহবধূকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে চোর। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। এর আগে, গত সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মোহাম্মদপুরে বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় দেখে ফেলায় লায়

এবার চুরি করতে গিয়ে র‌্যাব সদস্যের স্ত্রীকে হত্যা
এবার জামালপুরের সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে লিপি খাতুন (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর পাঁচটার দিকে উপজেলার শিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর এলাকার মহর উদ্দিনের স্ত্রী। মহর উদ্দিন রাজধানী ঢাকার মোহাম্মদপুর র‌্যাব-২ এ কর্মরত রয়েছেন। লিপি উপজেলার শিমলা বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বুধবার রাতে গৃহবধূ লিপি খাতুন মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে চোর গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে। এ সময় চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে চোর। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্ছু মিয়া বলেন, শ্বাসরোধে গৃহবধূকে হত্যা করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে গেছে চোর। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। এর আগে, গত সোমবার (৮ ডিসেম্বর) ঢাকার মোহাম্মদপুরে বাসার মালামাল চুরি করে নেওয়ার সময় দেখে ফেলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) হত্যা করে পালিয়ে যায় গৃহকর্মী আয়েশা (২০)। তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow