এবার টিউলিপের তলবি নোটিশ ঢাকার ৫ ঠিকানায় টাঙালো দুদক

2 months ago 27
প্রথম দফায় সাড়া না পেয়ে দ্বিতীয় বারের মতো দুদকে তলব করা হয়েছে শেখ হাসিনার বোন রেহানা সিদ্দিকীর মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে। এবার তলবী নোটিশ রাজধানীতে থাকা টিউলিপের ৫টি ঠিকানায় টাঙিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বিভিন্ন সময়ে সম্পদ ক্রয় ও ট্যাক্স ফাইলে টিউলিপ সিদ্দিকী এসব ঠিকানা ব্যবহার করেছিলেন। সোমবার (১৬ জুন) বিকেলে দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি টিম এই নোটিশ প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দেয়। এর আগে গত রোববার এসব চিঠি দুদক থেকে ইস্যু করা হয়। চিঠিতে আগামী ২২ জুন তাকে দুদকে হাজির হতে বলা হয়েছে। এদিন বিকেলে দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছিলেন, দুদকের চোখে টিউলিপ সিদ্দিকী একজন অভিযুক্ত। টিউলিপের বিরুদ্ধে ফ্ল্যাট জালিয়াতিসহ তিনটি অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। মৎস্য খামার, ইনকাম ট্যাক্সে হঠাৎ করেই ১০ থেকে ৩০ ভরি স্বর্ণ বাড়াসহ নানা অসঙ্গতি পাওয়া গেছে তার বিরুদ্ধে। এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, টিউলিপ সিদ্দিক যতই বলুক তিনি ব্রিটিশ নাগরিক। আমাদের কাগজপত্রে তিনি বাংলাদেশি নাগরিক। আমরা আমাদের নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। টিউলিপ যদি নির্দোষ হন তাহলে তার মন্ত্রিত্ব গেল কেন? তিনি কেন সরে গেলেন এবং তার আইনজীবী আমাদের কাছে কেন চিঠি লিখলেন?
Read Entire Article