এবার ঢাকায় আসছে পাকিস্তানের আরেক ব্যান্ড, গাইবে দুইদিন

2 weeks ago 7

ঢাকার কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের অংশগ্রহণ। গত বছরের শেষ দিকে পারফর্ম করে গেছে ‘জাল’ ব্যান্ড। এসেছিলেন আতিফ আসলাম, আবদুল হান্নান। গেল মাসে এসে মাতিয়ে গেলেন রাহাত ফতেহ আলী খান। এবার নতুন বছরের শুরুতেই ঢাকায় আসছে পাকিস্তানের আরও একটি ব্যান্ড। এই দলের নাম ‘কাভিশ’।

জানা গেছে, ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনা প্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস’ শিরোনামের কনসার্টে টানা দুই দিন পারফর্ম করবে কাভিশ। এই তথ্য নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনস।

ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করবে দেশের ব্যান্ড শূন্য, লেভেল ফাইভ, সংগীতশিল্পী অর্ণব, সুনিধি নায়েক, আরমীন মুসা ও তাঁর দল ঘাসফড়িং কয়ার।

এবার ঢাকায় আসছে পাকিস্তানের আরেক ব্যান্ড, গাইবে দুইদিন

১৯৯৮ সালে গায়ক জাফর জাইদি এবং মাজ মাওদুদের হাত ধরে গড়ে ওঠে কাভিশ ব্যান্ড। দলটির প্রথম অ্যালবাম ‘গুনকালি’, যা প্রকাশ পেয়েছিল ২০০৯ সালে। ব্যান্ডটির পরিচিত গানের মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’, ‘ফাসলে’ ইত্যাদি। এবারই প্রথম বাংলাদেশে কনসার্ট করবে কাভিশ।

আয়োজক ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, ‘আমরা এমন একটি শ্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্টের আয়োজন করছি, যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস, কাভিশ ছাড়াও দেশের ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।’

ঢাকা ড্রিমস কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে টিকিটভাই ওয়েবসাইটে। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একটি টিকিট দিয়ে একজন দর্শক এক দিন কনসার্ট উপভোগ করতে পারবেন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে প্রতিদিন বেলা ৩টায়।

এমআই/এলআইএ/এএসএম

Read Entire Article