এবার ঢাকায় হাসনাতের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা

1 month ago 11

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িতে ট্রাকের ধাক্কার পর এবার ঢাকায় হাসনাতের গাড়িতে ধাক্কা দিয়েছে অন্য একটি গাড়ি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী ব্রিজের দিকে একটি গাড়ি আবারও হাসনাত আবদুল্লাহকে বহন করা গাড়িতে ধাক্কা দেয়। গাড়ির ক্ষতি হলেও তিনি এখন সুস্থ আছেন।

এর আগে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজোলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি।

এমএইচএ/বিএ/এএসএম

Read Entire Article