এবার থাইল্যান্ড থেকে মোংলা বন্দরে এলো চিটাগুড়

2 months ago 6

পাকিস্তানের পর এবার থাইল্যান্ড থেকে তৃতীয় চালানে মোংলা বন্দরে এসেছে বিচরণকারী প্রাণীদের শক্তির উপকরণ চিটাগুড়।

বুধবার (২৫ জুন) পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন এই তরল পণ্য নিয়ে আসে পানামা পতাকাবাহী এমটি হাই হং জাহাজ।

বন্দরের ৭ নম্বর জেটি থেকে চিটাগুড় খালাস কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান।

এর আগে ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন নিয়ে প্রথম চালান ও ২২ মার্চ দ্বিতীয় চালানে ছয় হাজার ৫০০ মেট্রিক টন আমদানি হওয়া চিটাগুড় মোংলা বন্দরে খালাস হয়।

পানামা পতাকাবাহী এমটি হাই হং জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট স্টারপাথ শিপিং লিমিটেডের ব্যবস্থাপক তৈয়বুর রহমান জানান, গত ১৪ জুন থাইল্যান্ডের ক্যারিসিয়াম বন্দর থেকে এই চিটাগুড় বোঝাই হয়। এরপর জাহাজটি মোংলা বন্দরে আসে ২৫ জুন। জাহাজ থেকে দু-একদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে রেলযোগে এই পণ্য নেওয়া হবে উত্তরবঙ্গের জয়পুরহাটে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান বলেন, তরল এই পণ্য মোংলা বন্দর দিয়ে খালাস হয়ে রেলযোগে উত্তরবঙ্গের জয়পুরহাটে যাবে। সেখান থেকে তা দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

চিটাগুড় আমদানিকারক মো. আনোয়ারুল হক জানান, ভারত সরকার ৫০ শতাংশ শুল্ক বৃদ্ধি করায় বিকল্প ও সহজলভ্য হিসেবে পাকিস্তান থেকে বাংলাদেশে প্রথমবার চিটাগুড় আমদানি করা হয়। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বাড়ে ২৭ শতাংশের বেশি।

তিনি আরও জানান, একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমে প্রায় সাড়ে ৯ শতাংশ। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ভারতের সঙ্গে টানাপোড়েন আর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রভাব আমদানিতে পড়েছে বলে মনে করেন তিনি।

আবু হোসাইন সুমন/এসআর/এমএস

Read Entire Article