এবার দল জেতানো ব্যাটিং জিসানের

2 weeks ago 7

তার সেঞ্চুরিতে শুরু হয়েছিল এবারের ন্যাশনাল লিগ টি টোয়েন্টি। প্রথম দিন ঢাকার বিপক্ষে শতরান (১০০) করেও দল জেতাতে পারেননি জিসান আলম। এবার আবার তার ব্যাটে নৈপুণ্যের ঝিলিক।

যদিও এবার আর হার নয়, রোববার বিকেলে সিলেট একাডেমি মাঠে খুলনার বিপক্ষে ৭৩ রানের এক ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার জাহাঙ্গীর আলমের ছেলে জিসান।

টার্গেট বড় ছিল না। জিততে সিলেটের দরকার ছিল ১৪৫ রানের। জিসান আলম ইনিংসের ওপেন করতে নেমে ৪৮ বলে হাফ ডজন ছক্কা ও এক হালি বাউন্ডারি হাঁকিয়ে ৭৩ রানের হ্যারিক্যান ইনিংস খেললে ৬ উইকেটের জয় পায় সিলেট।

তার আগে সদ্য প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেয়া ইমরুল কায়েস (১৪), জাতীয় দলে ফেরার লড়াই - সংগ্রামরত এনামুল হক বিজয় (৯) আর এশিয়াকাপ বিজয়ী জাতীয় যুব দল অধিনায়ক আজিজুল হাকিম তামিম (৯) ও জাতীয় দলের সাবেক মিডল অর্ডার মোহাম্মদ মিঠুন (২০) ব্যর্থতার পরিচয় দিলে খুলনার বড় সড় স্কোরের পথ রুদ্ধ হয়ে যায়।

অধিনায়ক নুরুল হাসান সোহান (৩৪ বলে ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৪৮) দলকে টেনে ১৪৪ পর্যন্ত নিয়ে যান; কিন্তু সেটা নেহায়েত অপ্রতুল প্রমাণ হয় জিসান আলমের উত্তাল উইলোবাজিতে। ৯ বল আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সিলেট।

খুলনা: ১৪৪/৭, ২০ ওভার (এনামুল হক বিজয় ৯, ইমরুল কায়েস ১৪, আজিজুল হাকিম তামিম ৯, মিঠুন ২০, নুরুল হাসান সোহান ৪৮, মৃত্যুঞ্জয় চৌধুরী ০, নাহিদুল ইসলাম ৬, জিয়াউর রহমান ২১, মেহেদি হাসান রানা ৪, এবাদত ২/২৮, নাবিল সামাদ ২/১৮, জিসান আলম ও খালেদ একটি করে উইকেট)।

সিলেট: ১৫০/৪ , ১৮.৩ ওভারে (জিসান আলম ৭৩, তুষার ২৪, পিনাক ঘোষ ৬, অমিত হাসান ১১, তোফায়েল আহমেদ নট আউট ২৩, অতিরিক্ত ১২; জাভেদউল্লাহ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও নাহিদুল একটি করে উইকেট)।

ফল: সিলেট ৬ উইকেটে জয়ী।

এআরবি/আইএইচএস

Read Entire Article