এবার পারসার সঙ্গে জুটি বাঁধলেন ইয়াশ
কোলাহলমুখর শহরের ভিড়ে যখন সম্পর্কগুলো দমবন্ধ হয়ে আসে, ভালোবাসা তখন আর সহজ থাকে না—এই টানাপড়েনের গল্পই এবার পর্দায় আনছে হইচই। আধুনিক নগরজীবনের প্রেম, দূরত্ব আর সম্পর্কের জটিল সমীকরণকে কেন্দ্র করে বিশেষ অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’ নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি। শুধু গল্প নয়, এই প্রজেক্টের মাধ্যমে হইচই শুরু করতে যাচ্ছে এক ঘণ্টা দৈর্ঘ্যের নতুন ফিল্ম ফরম্যাটের সাহসী যাত্রা, যেখানে রেজাউর রহমানের পরিচালনায় জুটি বেঁধেছেন দর্শকপ্রিয় ইয়াশ রোহান ও পারসা ইভানা।
এই ফিল্মে ইয়াশ রোহান অভিনয় করছেন ‘ফারহান’ চরিত্রে এবং পারসা ইভানাকে দেখা যাবে ‘আমিরা’ চরিত্রে। ইয়াশ-পারসা জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও, হইচইয়ের পর্দায় এবারই প্রথম তাদের একসঙ্গে দেখা যাবে।
নির্মাতার দাবি, এই ফিল্মে দর্শকদের প্রিয় এই জুটিকে সম্পূর্ণ নতুন এবং সময়োপযোগী অবতারে উপস্থাপন করা হয়েছে।
এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।
সম্প্রতি হইচই বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফিল্মটির ‘লুক রিভিল’ পোস্টার শেয়ার করা হয়।
পোস্ট
কোলাহলমুখর শহরের ভিড়ে যখন সম্পর্কগুলো দমবন্ধ হয়ে আসে, ভালোবাসা তখন আর সহজ থাকে না—এই টানাপড়েনের গল্পই এবার পর্দায় আনছে হইচই। আধুনিক নগরজীবনের প্রেম, দূরত্ব আর সম্পর্কের জটিল সমীকরণকে কেন্দ্র করে বিশেষ অরিজিনাল ফিল্ম ‘একসাথে আলাদা’ নিয়ে হাজির হচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মটি। শুধু গল্প নয়, এই প্রজেক্টের মাধ্যমে হইচই শুরু করতে যাচ্ছে এক ঘণ্টা দৈর্ঘ্যের নতুন ফিল্ম ফরম্যাটের সাহসী যাত্রা, যেখানে রেজাউর রহমানের পরিচালনায় জুটি বেঁধেছেন দর্শকপ্রিয় ইয়াশ রোহান ও পারসা ইভানা।
এই ফিল্মে ইয়াশ রোহান অভিনয় করছেন ‘ফারহান’ চরিত্রে এবং পারসা ইভানাকে দেখা যাবে ‘আমিরা’ চরিত্রে। ইয়াশ-পারসা জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হলেও, হইচইয়ের পর্দায় এবারই প্রথম তাদের একসঙ্গে দেখা যাবে।
নির্মাতার দাবি, এই ফিল্মে দর্শকদের প্রিয় এই জুটিকে সম্পূর্ণ নতুন এবং সময়োপযোগী অবতারে উপস্থাপন করা হয়েছে।
এই সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ আরও অনেককেই।
সম্প্রতি হইচই বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ফিল্মটির ‘লুক রিভিল’ পোস্টার শেয়ার করা হয়।
পোস্টারটিতে গোলাপি আভার মাঝে ইয়াশ ও পারসার লুক দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা এই নতুন জুটির রসায়ন দেখার জন্য মুখিয়ে আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘একসাথে আলাদা’।