এবার পিএসএলেও দেখা যাবে হায়দরাবাদ দল
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘হায়দরাবাদ’। ইসলামাবাদে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি নিলামে ১৭৫ কোটি রুপির সর্বোচ্চ দর হাঁকিয়ে দলটির মালিকানা স্বত্ব কিনে নিয়েছে ইন্দোনেশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান এফকেএস গ্রুপ। নিলাম প্রক্রিয়ায় শুরুতে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ মিলিয়ন রুপি। প্রতিযোগিতামূলক দরপত্রের পর শেষ পর্যন্ত দাম দাঁড়ায় ১৭৫ কোটি রুপিতে, যেখানে চূড়ান্ত বিডে জয়ী হয় এফকেএস গ্রুপ। এর মাধ্যমে পিএসএলে সপ্তম দল হিসেবে অন্তর্ভুক্ত হলো হায়দরাবাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের। তিনি বলেন, “পিএসএল কেবল টিকে থাকেনি, বরং ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতির পেছনে ফ্র্যাঞ্চাইজি মালিক ও স্পন্সরদের অবদান প্রশংসার দাবি রাখে।” একই সঙ্গে তিনি পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভির ভূমিকাকেও ইতিবাচকভাবে উল্লেখ করেন। এই নিলামের মাধ্যমে পিএসএলে নতুন করে দুটি দল যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, মুলতান সুলতানসের সাবেক মালিক আলী তারিন নিলাম থেকে সরে দাঁড়ানোর পর মোট নয়টি গ্রুপ দরপত্রে অংশ নেয়। পিএসএল
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘হায়দরাবাদ’। ইসলামাবাদে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি নিলামে ১৭৫ কোটি রুপির সর্বোচ্চ দর হাঁকিয়ে দলটির মালিকানা স্বত্ব কিনে নিয়েছে ইন্দোনেশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠান এফকেএস গ্রুপ।
নিলাম প্রক্রিয়ায় শুরুতে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ মিলিয়ন রুপি। প্রতিযোগিতামূলক দরপত্রের পর শেষ পর্যন্ত দাম দাঁড়ায় ১৭৫ কোটি রুপিতে, যেখানে চূড়ান্ত বিডে জয়ী হয় এফকেএস গ্রুপ। এর মাধ্যমে পিএসএলে সপ্তম দল হিসেবে অন্তর্ভুক্ত হলো হায়দরাবাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের। তিনি বলেন, “পিএসএল কেবল টিকে থাকেনি, বরং ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতির পেছনে ফ্র্যাঞ্চাইজি মালিক ও স্পন্সরদের অবদান প্রশংসার দাবি রাখে।” একই সঙ্গে তিনি পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভির ভূমিকাকেও ইতিবাচকভাবে উল্লেখ করেন।
এই নিলামের মাধ্যমে পিএসএলে নতুন করে দুটি দল যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, মুলতান সুলতানসের সাবেক মালিক আলী তারিন নিলাম থেকে সরে দাঁড়ানোর পর মোট নয়টি গ্রুপ দরপত্রে অংশ নেয়।
পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ মৌসুমে নিলামে জয়ী দলগুলো রাওয়ালপিন্ডি, হায়দরাবাদ, ফয়সালাবাদ, গিলগিট, মুজাফফরাবাদ অথবা শিয়ালকোট—এই শহরগুলোর যেকোনো একটির নামে দল পরিচালনার সুযোগ পাবে।
পিএসএলের ১১তম আসর শুরু হবে ২৬ মার্চ এবং পর্দা নামবে ৩ মে। প্লেয়ার ড্রাফট আয়োজনের সম্ভাব্য সময় জানুয়ারির শেষ সপ্তাহ। নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় টুর্নামেন্টের প্রতিযোগিতা ও বাণিজ্যিক আকর্ষণ আরও বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?