এবার পুলিশ কমিশনার ভূমি পেডনেকর

বরাবরই সাহসী ও ব্যতিক্রমী চরিত্র বেছে নেওয়ার জন্য পরিচিত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর। তবে এবার প্রথমবারের মতো পুলিশ কমিশনারের মতো সাহসী চরিত্রে অভিনয় করেছেন এই সুন্দরী। তার অভিনয় ইতোমধ্যে নজর কেড়েছে সিনেপ্রেমীদের। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, প্রাইম ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে তাদের আসন্ন মনস্তাত্ত্বিক ক্রাইম থ্রিলার ‘দলদল’-এর ট্রেলার। যা প্রকাশের পরপরই ভূমির অভিনয় সাড়া ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।  প্রকাশিত ট্রেলারে দেখা যায়, মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার রীতা ফেরেইরা চরিত্রে অভিনয় করছেন তিনি। যিনি একাধিক খুনের ঘটনার তদন্তে নামেন—যেগুলোর পেছনে রয়েছে এক সিরিয়াল কিলার।এর আগে চলতি মাসের শুরুতে প্রকাশিত টিজারে যে রহস্যময় ও গা ছমছমে আবহ তৈরি হয়েছিল, এবার সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার সেটিকে আরও বিস্তৃত করেছে। এতে তদন্তের গভীরতা এবং মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রধান চরিত্রের মানসিক চাপ ও ভেতরের টানাপোড়েন স্পষ্টভাবে ফুটে উঠেছে। সিরিজটি পরিচালনা করেছেন অমৃত রাজ গুপ্ত এবং প্রযোজনা করেছেন বিক্রম মালহোত্রা ও সুরেশ ত্রিবেণী। এই সিরিজে নিজের অভিনীত  চরিত্র নি

এবার পুলিশ কমিশনার ভূমি পেডনেকর
বরাবরই সাহসী ও ব্যতিক্রমী চরিত্র বেছে নেওয়ার জন্য পরিচিত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকর। তবে এবার প্রথমবারের মতো পুলিশ কমিশনারের মতো সাহসী চরিত্রে অভিনয় করেছেন এই সুন্দরী। তার অভিনয় ইতোমধ্যে নজর কেড়েছে সিনেপ্রেমীদের। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, প্রাইম ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে তাদের আসন্ন মনস্তাত্ত্বিক ক্রাইম থ্রিলার ‘দলদল’-এর ট্রেলার। যা প্রকাশের পরপরই ভূমির অভিনয় সাড়া ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।  প্রকাশিত ট্রেলারে দেখা যায়, মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার রীতা ফেরেইরা চরিত্রে অভিনয় করছেন তিনি। যিনি একাধিক খুনের ঘটনার তদন্তে নামেন—যেগুলোর পেছনে রয়েছে এক সিরিয়াল কিলার।এর আগে চলতি মাসের শুরুতে প্রকাশিত টিজারে যে রহস্যময় ও গা ছমছমে আবহ তৈরি হয়েছিল, এবার সদ্য মুক্তিপ্রাপ্ত ট্রেলার সেটিকে আরও বিস্তৃত করেছে। এতে তদন্তের গভীরতা এবং মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রধান চরিত্রের মানসিক চাপ ও ভেতরের টানাপোড়েন স্পষ্টভাবে ফুটে উঠেছে। সিরিজটি পরিচালনা করেছেন অমৃত রাজ গুপ্ত এবং প্রযোজনা করেছেন বিক্রম মালহোত্রা ও সুরেশ ত্রিবেণী। এই সিরিজে নিজের অভিনীত  চরিত্র নিয়ে ভূমি বলেন, রিতা ফেরেইরা চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্যতম তৃপ্তিদায়ক অভিজ্ঞতা। রীতা এক উচ্চাকাঙ্ক্ষায় গড়া নারী, সন্দেহে তাড়িত এবং অতীতের ভারে ক্লান্ত একটি চরিত্র, যে আমাকে শক্তি ও ভঙ্গুরতার সূক্ষ্ম ভারসাম্য এমনভাবে অনুসন্ধান করতে বাধ্য করেছে, যা আগে কখনও করিনি। রিতার জগতে প্রবেশ করা ছিল একই সঙ্গে চ্যালেঞ্জিং ও গভীরভাবে পরিতৃপ্তিদায়ক, কারণ তার যাত্রা আমাদের সবার জীবনের এক জটিলতার প্রতিচ্ছবি। এদিকে সিরিজটি নিয়ে নির্মাতা অমৃত বলেন, ‘দলদল’ মূলত একজন সিনিয়র পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জের গল্প। যিনি এক ভয়ংকর ও চাপপূর্ণ তদন্তের মধ্যে দিয়ে এগিয়ে যান। ট্রেলারে দেখা যায়, কীভাবে মামলাকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকে, শহরের ওপর অপরাধগুলোর প্রভাব পড়ে এবং একই সঙ্গে প্রাতিষ্ঠানিক চাপ ও নিজের অমীমাংসিত অতীতের মুখোমুখি হয়ে রিতা ফেরেইরার মানসিকভাবে ভেঙে পড়ার মুহূর্তগুলো সামনে আসে।‘ ভূমির পাশাপাশি এ সিরিজে অভিনয় করেছেন, সামারা তিজোরি , আদিত্য রাওয়ালসহ আরও অনেকে। ‘দলদল’ সিরিজটি ভারতসহ বিশ্বের ২৪০টি দেশে একযোগে প্রকাশ পাবে চলতি বছরের ৩০ জানুয়ারি প্রাইম ভিডিওতে । 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow