প্রকাশ্যে এসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক। সভাপতির নাম তারেক মনোয়ার। সেক্রেটারি মাসুদ রানা তুহিন।
বুধবার (২৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, মঙ্গলবার (২৬ নভেম্বর) শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বরাবর দেওয়া স্মারকলিপিতে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে ১৩টি বিষয়ে ৫২টি প্রস্তাবনা দেন শিবির নেতারা।
খোঁজ নিয়ে জানা যায়, সভাপতি তারেক মনোয়ার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী। আর সেক্রেটারি মাসুদ রানা তুহিন বাংলা বিভাগের একই সেশনের শিক্ষার্থী।
নাঈম আহমদ শুভ/এসআর/জেআইএম