সহজেই সরকারি সেবা নাগরিকদের আরও কাছাকাছি পৌঁছে দিতে রাজধানীতে আরও তিনটি নাগরিক সেবা কেন্দ্র চালু করা হয়েছে। নতুন এ নাগরিক সেবা কেন্দ্রগুলোর অবস্থান বনশ্রী, গুলিস্তান ও মোহাম্মদপুরে।
বুধবার (২২ অক্টোবর) নতুন ৩টি নাগরিক সেবা কেন্দ্র চালু করা হয়। এখন থেকে এসব কেন্দ্রে সহজেই সরকারি সেবা মিলবে। এ নিয়ে রাজধানীতে নাগরিক সেবা কেন্দ্র বেড়ে দাঁড়ালো ৬টিতে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন তিন নাগরিক সেবা কেন্দ্রের ঠিকানা
নাগরিক সেবা কেন্দ্র, গুলিস্তানের ঠিকানা রমনা টেলিফোন ভবন, গুলিস্তান (নগর ভবনের পাশে)। গুগল ম্যাপের মাধ্যমে এ সেবা কেন্দ্রের অবস্থান জানা যাবে। এ কেন্দ্রের উদ্যোক্তা মো. জাহিদ হাসান। তার মোবাইল নম্বর 01744987606।
নাগরিক সেবা কেন্দ্র, বনশ্রীর ঠিকানা হলো হাউজ নম্বর ১/এ, রোড ২, ব্লক ডি, বিটিসিএল, বনশ্রী, ঢাকা-১২১৯। গুগল ম্যাপ। এ কেন্দ্রের উদ্যোক্তা: মোরশেদা মুক্তা। তার মোবাইল নম্বর 01811256341।
নাগরিক সেবা কেন্দ্র, মোহাম্মদপুরের ঠিকানা প্লট-৪৭, আসাদ অ্যাভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। গুগল ম্যাপ: । মোহাম্মদপুর কেন্দ্রের উদ্যোক্তা মো. মুস্তাকিম। তার মোবাইল নম্বর 01718863371।
এর আগে প্রথম ধাপে চালু হওয়া ৩টি নাগরিক কেন্দ্র হলো- গুলশান, উত্তরা, নীলক্ষেত। নাগরিকদের নিকটবর্তী কেন্দ্র পরিদর্শন করে সেবা গ্রহণ করার পাশাপাশি অভিজ্ঞতা শেয়ার করতে অনুরোধ জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
নাগরিকদের মূল্যবান পরামর্শ নাগরিক সেবা কেন্দ্রের মানোন্নয়নে ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সহায়তা করবে বলে মনে করে সরকার।
এএএইচ/এমআইএইচএস/জিকেএস