এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত 

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে হুমকি এবং বাংলাদেশি কয়েকজন রাজনৈতিক নেতার ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতেই তাকে তলব করা হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয় রিয়াজ হামিদুল্লাহকে। এর আগে, গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর দুই দিনের মাথায় পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনা ঘটল। কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছে, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা এবং শেখ হাসিনার সরকার উৎখাতকারী ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে ঘিরেই এ তলব। ঢাকায় এক সমাবেশে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ ‘বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তি’কে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো—যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত—দেশটির মূল ভূখণ্ড থেকে ‘ব

এবার বাংলাদেশি হাইকমিশনারকে তলব করল ভারত 

ভারতের দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে হুমকি এবং বাংলাদেশি কয়েকজন রাজনৈতিক নেতার ভারতবিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানাতেই তাকে তলব করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয় রিয়াজ হামিদুল্লাহকে।

এর আগে, গত সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। এর দুই দিনের মাথায় পাল্টা পদক্ষেপ হিসেবে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনা ঘটল।

কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছে, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা এবং শেখ হাসিনার সরকার উৎখাতকারী ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে ঘিরেই এ তলব। ঢাকায় এক সমাবেশে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশ ‘বিচ্ছিন্নতাবাদী ও ভারতবিরোধী শক্তি’কে আশ্রয় দিতে পারে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো—যা ‘সেভেন সিস্টার্স’ নামে পরিচিত—দেশটির মূল ভূখণ্ড থেকে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়তে পারে।

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরুতে ঢাকায় বিক্ষোভ চলাকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাও দুই দেশের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ২০২৬ সালের প্রথম দিকে বাংলাদেশে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক বক্তব্য ও প্রচার-প্রচারণা যদি আরও উত্তেজনামূলক হয়ে ওঠে, তাহলে প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow