বিকালের সূর্য তখন হেলে পড়েছে। চারুকলা প্রাঙ্গণে পা রাখতেই একটু হোঁচট খেতে হলো। দেখা গেল, মাত্র দুয়েক জন তরুণ শিল্পী আঁকাআঁকিতে ব্যস্ত। সাধারণত চৈত্রের ২৩তম দিনে এ সময়ে জমজমাট থাকে চারুকলা প্রাঙ্গণ। নববর্ষ উদ্যাপনের সবচেয়ে বড় আয়োজনের প্রস্তুতি নিয়ে দিনরাত ব্যস্ত থাকে সবাই। তাই চৈত্রের শেষপ্রান্তে এসেও চারুকলায় নীরবতা দেখে খটকা লাগল। অবশ্য বিকাল গড়িয়ে সন্ধ্যার আলোছায়ায় জয়নুল গ্যালারি পেরিয়ে সামনে... বিস্তারিত