এবার মুখ খুললেন শুভশ্রী

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির পায়ের জাদু দেখার স্বপ্ন ভেঙে যাওয়ার ক্ষত এখনো টাটকা। সেই হতাশায় যখন ফুটবলপ্রেমীদের মন ধুঁকছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে একগুচ্ছ ছবি। মেসি যে হোটেলে ছিলেন, সেখানেই হাজির হয়ে তোলা টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ছবি মুহূর্তে ভাইরাল হতেই শুরু হয় তীব্র বিতর্ক—স্বপ্নভঙ্গের ক্ষতে যেন নতুন করে দেওয়া হয় নুনের ছিটে। তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এক ভিডিও বার্তার মাধ্যমে সমস্ত বিতর্কের জবাব দেন শুভশ্রী। পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, ‘গোট’(G.O.A.T) ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে আমি এবং কৌশিক গঙ্গোপাধ্যায় সেখানে আমন্ত্রিত ছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমন্ত্রণ পেয়েই আমরা মেসির হোটেলে যাই। নির্ধারিত সময়ে আমরা মেসির সঙ্গে দেখা করি এবং ছবিও তুলি। সেখান থেকে বেরিয়ে আসার সময় ওদের পিআর টিমের পক্ষ থেকে আমাকে যুবভারতীতে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। বলা হয়, আমি গেলে ওদের সুবিধা হবে। মাঠে আমাদের জন্য একটি নির্দিষ্ট তাঁবুর ব্যবস্থা ছিল, আমরা

এবার মুখ খুললেন শুভশ্রী

কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির পায়ের জাদু দেখার স্বপ্ন ভেঙে যাওয়ার ক্ষত এখনো টাটকা। সেই হতাশায় যখন ফুটবলপ্রেমীদের মন ধুঁকছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে একগুচ্ছ ছবি। মেসি যে হোটেলে ছিলেন, সেখানেই হাজির হয়ে তোলা টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ছবি মুহূর্তে ভাইরাল হতেই শুরু হয় তীব্র বিতর্ক—স্বপ্নভঙ্গের ক্ষতে যেন নতুন করে দেওয়া হয় নুনের ছিটে। তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এক ভিডিও বার্তার মাধ্যমে সমস্ত বিতর্কের জবাব দেন শুভশ্রী। পুরো ঘটনার ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, ‘গোট’(G.O.A.T) ইভেন্টে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিনোদন জগতের প্রতিনিধি হিসেবে আমি এবং কৌশিক গঙ্গোপাধ্যায় সেখানে আমন্ত্রিত ছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমন্ত্রণ পেয়েই আমরা মেসির হোটেলে যাই। নির্ধারিত সময়ে আমরা মেসির সঙ্গে দেখা করি এবং ছবিও তুলি। সেখান থেকে বেরিয়ে আসার সময় ওদের পিআর টিমের পক্ষ থেকে আমাকে যুবভারতীতে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। বলা হয়, আমি গেলে ওদের সুবিধা হবে। মাঠে আমাদের জন্য একটি নির্দিষ্ট তাঁবুর ব্যবস্থা ছিল, আমরা সেখানেই অপেক্ষা করছিলাম।’

শুভশ্রীর ভাষ্যমতে, ‘যে সময়ে ছবিগুলো পোস্ট করা হয়েছে, নেটওয়ার্কের সমস্যার জন্য সেই মুহূর্তে তা পোস্ট হয়নি। কারণ, ক্রীড়াঙ্গনে জ্যামার লাগানো ছিল। মেসি ক্রীড়াঙ্গনে ঢোকেন সাড়ে ১১টা নাগাদ। তাকে নিয়ে যে বিশৃঙ্খলা শুরু হয়েছিল, সেটা আমি নিজের চোখে দেখেছি।’

তিনি আরও বলেন, ‘প্রযুক্তিগত ত্রুটির কারণে আমার ছবিগুলো কিছু সময় পর দেরিতে পোস্ট হয়। আর সেটাই দুরন্ত গতিতে ছড়িয়ে পড়ে। এরপরই আমাকে নিয়ে ট্রোলিং শুরু হয়। আমাকে প্রোপাগান্ডা এবং অবজেক্ট বানিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কেউ কি বলতে পারবেন যে, আমার ছবি তোলার জন্যই আপনারা মেসিকে দেখতে পাননি? আমি কি মাঠের কোথাও ছিলাম?’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow