এবার ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন আর্জেন্টিনার ‘মাস্তান’
আর্জেন্টিনা যখন কাতরাচ্ছে লিওনেল মেসির অনুপস্থিতিতে, তখন নতুন ইতিহাস গড়লেন ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানো। বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে মাত্র ১৮ বছর ২৩ দিন বয়সে আর্জেন্টিনার জার্সিতে কিংবদন্তি নম্বর ১০ পরে মাঠে নেমে ম্যারাডোনার দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন রিয়াল মাদ্রিদের এই তরুণ।
১৯৭৯ সালে মাত্র ১৮ বছর ৯ মাস ৩ দিন বয়সে আর্জেন্টিনার ‘এল দিয়েস’ হয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। সেই রেকর্ড প্রায় অর্ধশতাব্দী ধরে অক্ষত ছিল। এবার মেসি ও থিয়াগো আলমাদার অনুপস্থিতিতে লিওনেল স্কালোনি সাহসী সিদ্ধান্ত নিলেন—প্রতীকী নম্বর ১০ তুলে দিলেন মাস্তান্তুয়ানোর হাতে।
তবে রেকর্ডের দিনে সাফল্য মেলেনি দলে। ইকুয়েডরের বিপক্ষে গুয়াইয়াকিলে আর্জেন্টিনা হেরেছে ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের মাঝপথে বদলি হয়ে মাঠে নামলেও মাস্তান্তুয়ানোকে শুরুটা কঠিন এক পরিস্থিতির মধ্যে দিয়েই করতে হয়েছে। প্রতিপক্ষ তখন রক্ষণে জমাট, জায়গা বের করা কঠিন। তবুও সাহসী চেষ্টা করেছেন তরুণ মিডফিল্ডার।
কোচ স্কালোনি ম্যাচ শেষে বললেন, ‘ফ্রাঙ্কো সাহসী। বল চাইতে ভালোবাসে, খেলতে ভালোবাসে। আজ মাঠে নামার সময় পরিস্থিতি কঠিন ছিল, জায়গা কম ছিল। তবুও চেষ্টা করেছে। তার ব্যক্তিত্ব আছে, সেটাই সবচেয়ে বড় কথা।’
আর্জেন্টিনার জন্য এটি ছিল মেসিবিহীন যুগের বাস্তবতা যাচাই। মেসি নেই, আলমাদা চোটে—তখনই জন্ম নিলো নতুন ইতিহাস। যদিও ম্যাচটি হয়ে রইলো মাস্তান্তুয়ানোর ক্যারিয়ারের অন্ধকারতম সূচনা, কারণ রেকর্ড গড়েও জয় পেল না দল।