এবার যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ, প্রাণে বাঁচলেন যাত্রীরা

3 hours ago 4

যুক্তরাষ্ট্রে এবার দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন কয়েক’শ যাত্রী।

বুধবার (০৫ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সকালে সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে টারমাকে দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। জাপান এয়ারলাইন্সের একটি বিমানের সঙ্গে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমানের লেজের অংশে ধাক্কা লাগে। এ সময়  জাপান এয়ারলাইন্সের বিমানে ১৮৫ জন এবং ডেল্টার বিমানে ১৪২ জন যাত্রী ছিলেন। 

সিয়াটল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে এ সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর দুই বিমানের সকল যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে। এতে কোনো যাত্রী বা কেউ আহত হননি। 

বিমানের এক যাত্রী বার্তাসংস্থা এপিকে জানান, সংঘর্ষের সময় ব্মিানটি কিছুটা কেঁপে ওঠে। এ সময় বিমানের লেজের অংশে অপর বিমান ধাক্কা লাগে। পরে যাত্রীদের বাসে করে টার্মিনালে ফেরত আনা হয়েছে। 

জাপান এয়ারলাইন্স  জানিয়েছে, তাদের একটি বোয়িং ৭৮৭ বিমান নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণ করে। বিমানটি পার্কিংয়ে যাওয়ার সময় ডেল্টার বিমানের লেজের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বিমানে ১৮৫ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। তবে তারা কেউ হতাহত হয়নি। 

ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তাদের বিমানটি বিমানবন্দরে বরফ অপসারণের জন্য অপেক্ষা করছিল। এ সময়  জাপান এয়ারলাইন্সের বিমানটির ডানার সঙ্গে তাদের বিমানের লেজের অংশে ধাক্কা লাগে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাক্সি লেনে দুর্ঘটনা ঘটায় বিমানবন্দরের কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়েনি। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত কমিটি গঠন করেছে। 

Read Entire Article