এবার যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে আরোহীসহ বিমান নিখোঁজ

3 hours ago 4

বিমান দুর্ঘটনা যেন যুক্তরাষ্ট্রের পিছু ছাড়ছে না। এবার দেশটিতে সব আরোহী নিয়ে একটি বিমান মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বিমানটি নিখোঁজ হওয়ার খবর জানা যায়। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, আলাস্কায় মাঝ আকাশে বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। এ সময় বিমানে ১০ জন আরোহী ছিলেন। 

পুলিশ জানিয়েছে, উনালাক্লিট থেকে বেরিং এয়ারলাইন্সের একটি বিমান নোমের দিকে যাচ্ছিল। এয়ারলাইন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, বিমানে ৯ জন যাত্রী ও একজন পাইলট ছিলেন। 

নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, নোম ও হোয়াইট মাউন্টেন থেকে স্থলে অনুসন্ধান অভিযান চলছে। তবে বৈরী আবহাওয়া ও দৃশ্যমানতা কম থাকার কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আকাশপথে সীমিত আকারে তল্লাশি চলছে। 

দমকল বিভাগ জানিয়েছে, মার্কিন কোস্টগার্ড ও মার্কিন বিমানবাহিনী অভিযানে সহায়তা করছে। তবে বিমানটির সঠিক অবস্থান জানা যায়নি। এটি শনাক্ত না হওয়া পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত থাকবে। 

এর আগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নর্থইস্ট এলাকায় একটি মেডিকেল বিমান দুর্ঘটনায় পড়ে। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। এর ফলে আশপাশের কয়েকটি বাড়িঘর ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। বিমানটি নর্থইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে মিসৌরির দিকে রওনা হয়েছিল।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্লেনটিতে ছয়জন ছিল, যার মধ্যে চারজন ক্রু ও দুজন যাত্রী। এক যাত্রী ছিল শিশু।

তার আগে গত ২৯ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি আমেরিকান এয়ারলাইনস জেট ও একটি সেনাবাহিনীর হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিমানের সবাই নিহত হন।

Read Entire Article