এবার রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সারজিস আলম

3 weeks ago 13

হাসনাত আব্দুল্লাহর পর এবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি তুলে ধরেন।

পোস্টে তিনি লিখেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’

আরও পড়ুন

এর আগে বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অনতিবিলম্বে অপসারণের দাবি জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনিও একই ধরনের লেখা ফেসবুকে পোস্ট করে রাষ্ট্রপতির অপসারণ দাবি করেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরদিন ৬ আগস্ট সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির কাছে শপথ নেন।

এমএএইচ/

Read Entire Article