এবার শ্রীলঙ্কাকে সিরিজ খেলার আমন্ত্রণ জানালো জিম্বাবুয়ে

2 months ago 8

বর্তমানে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ (২টি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি) খেলছে শ্রীলঙ্কা। বাংলাদেশের এই সফরে প্রথম টেস্ট শেষ হয়েছে। এখন চলছে দ্বিতীয় টেস্টের খেলা। এর মধ্যেই শ্রীলঙ্কাকে সাদা বলের সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছে জিম্বাবুয়ে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের মাটিতে ২টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে। যদিও মূল সূচি অনুযায়ী শুধু তিনটি ওয়ানডে খেলার কথা ছিল লঙ্কানদের।

পরবর্তী কয়েক মাস খুবই ব্যস্ত সময় কাটবে জিম্বাবুয়ের। আগামী ২৮ জুন (শনিবার) বুলাওয়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে তারা। এই সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলবে জিম্বাবুইয়ানরা। এরপর ৩ আগস্ট থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট রয়েছে তাদের।

সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে জিম্বাবুয়েতে এসেছিল শ্রীলঙ্কা। তবে ২০১৬ সালের পর আফ্রিকান দেশটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি লঙ্কানরা।

জিম্বাবুয়ে ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি এক বিবৃতিতে বলেন, ‘শ্রীলঙ্কার জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। আমরা প্রত্যাশা করছি এটি রোমাঞ্চকর ও প্রতিযোগিতামূলক সিরিজ হবে। দুই দেশের মধ্যকার ম্যাচগুলো সবসময়ই দারুণ উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আগে এই সিরিজটি আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এমএইচ/জেআইএম

Read Entire Article