গত মাসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলের সিয়াং নদীর তীরে বিক্ষোভ করছিলেন একদল গ্রামবাসী। পারং নামক গ্রামের এই আন্দোলনকারীরা শ্লোগান দেন, 'আমাদের মা সিয়াংয়ের ওপর কোনো বাঁধ নয়'।
মূলত সিয়াং নামক নদীটি শত শত বছর ধরে এই অঞ্চলের অধিবাসীদের কাছে পবিত্র। এছাড়া অঞ্চলটির কৃষিকাজ নদীটির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, চীন নদীটির উজানে তিব্বতে বাঁধ নির্মাণের প্রকল্প... বিস্তারিত