এবার হোয়াটসঅ্যাপে ব্রাউজার থেকেই করা যাবে গ্রুপ ভিডিও কল
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধু একটি মেসেজিং অ্যাপ নয়, বরং আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত চ্যাট, ছবি-ভিডিও, গুরুত্বপূর্ণ নথি সবকিছুই এখন হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল। এবার হোয়াটসঅ্যাপ ওয়েব প্ল্যাটফর্মে গ্রুপ ভয়েস ও ভিডিও কলিং সুবিধা চালুর পরিকল্পনা করছে মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। বর্তমানে এই ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। চালু হলে ওয়েব ব্রাউজার থেকেই ব্যবহারকারীরা মোবাইল ও ডেস্কটপ অ্যাপের মতো প্রায় একই মানের গ্রুপ কলিং সুবিধা পাবেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা ইউজারদের জন্য অভিজ্ঞতা আরও সহজ ও একীভূত করা, যাতে তারা যেকোনো প্ল্যাটফর্ম থেকেই নির্বিঘ্নে যোগাযোগ করতে পারেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফো-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েবের ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে জোরালোভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। নতুন গ্রুপ কলিং ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব ধীরে ধীরে জুম বা গুগল মিটের মতো ডেডিকেটেড ভিডিও কনফারেন্সিং প্ল্যা
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বর্তমানে হোয়াটসঅ্যাপ শুধু একটি মেসেজিং অ্যাপ নয়, বরং আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ব্যক্তিগত চ্যাট, ছবি-ভিডিও, গুরুত্বপূর্ণ নথি সবকিছুই এখন হোয়াটসঅ্যাপের ওপর নির্ভরশীল।
এবার হোয়াটসঅ্যাপ ওয়েব প্ল্যাটফর্মে গ্রুপ ভয়েস ও ভিডিও কলিং সুবিধা চালুর পরিকল্পনা করছে মেটা মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। বর্তমানে এই ফিচারটি ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। চালু হলে ওয়েব ব্রাউজার থেকেই ব্যবহারকারীরা মোবাইল ও ডেস্কটপ অ্যাপের মতো প্রায় একই মানের গ্রুপ কলিং সুবিধা পাবেন।
এই উদ্যোগের মূল লক্ষ্য হলো একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা ইউজারদের জন্য অভিজ্ঞতা আরও সহজ ও একীভূত করা, যাতে তারা যেকোনো প্ল্যাটফর্ম থেকেই নির্বিঘ্নে যোগাযোগ করতে পারেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়েবিটাইনফো-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ ওয়েবের ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে জোরালোভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। নতুন গ্রুপ কলিং ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ ওয়েব ধীরে ধীরে জুম বা গুগল মিটের মতো ডেডিকেটেড ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মগুলোর কাছাকাছি পৌঁছে যাবে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হোয়াটসঅ্যাপের মোবাইল সংস্করণের মতোই ওয়েব ভার্সনে গ্রুপ কলে সর্বোচ্চ ৩২ জন অংশগ্রহণকারী যুক্ত হতে পারেন। তবে প্রাথমিকভাবে এটি ৮ বা ১৬ জন দিয়ে শুরু হতে পারে। যদিও এ বিষয়ে এখনো হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
এছাড়া ওয়েব সংস্করণে গ্রুপ কলে যুক্ত হতে ডিরেক্ট কল লিঙ্ক তৈরির সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই একটি শেয়ারযোগ্য লিঙ্ক তৈরি করে অন্যদের কলে আমন্ত্রণ জানাতে পারবেন এমনকি তারা চ্যাটে সক্রিয় না থাকলেও। বড় গ্রুপ বা টিমের ক্ষেত্রে এটি কল পরিচালনা অনেক সহজ করে তুলবে।
শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের জন্য কল শিডিউলিং ফিচার নিয়েও কাজ করছে বলে জানা গেছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্ধারিত কলের নাম, বিবরণ এবং সম্ভাব্য শুরু ও শেষের সময় উল্লেখ করতে পারবেন। তবে নির্ধারিত সময়ে কলটি স্বয়ংক্রিয়ভাবে শুরু হবে না; বরং এটি একটি ইভেন্ট হিসেবে তৈরি হবে, যা অংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করা যাবে।
কল শিডিউলিংয়ের ক্ষেত্রেও ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন এটি ভয়েস কল না ভিডিও কল হবে। বিশেষ করে মিটিং বা অনলাইন ইভেন্টের ক্ষেত্রে এই ফিচারটি অত্যন্ত কার্যকর হতে পারে, কারণ এতে সবাই আগেভাগেই কলের সময় সম্পর্কে অবগত ও প্রস্তুত থাকতে পারবেন।
তবে গ্রুপ কলিং, কল লিঙ্ক ও কল শিডিউলিং এই সব ফিচারই এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। কবে নাগাদ এগুলো চালু হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আরও পড়ুন
অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?
হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে
What's Your Reaction?