এবার ১ মিনিটের ভিডিও বার্তা পিনাকীর

3 hours ago 6

বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য ধানমন্ডি ৩২ নিয়ে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি ভিডিও পোস্ট করেছেন।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ১ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিও বার্তা দেন পিনাকী।

ভিডিও বার্তায় পিনাকী বলেন, প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম। আজ রাত নয়টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ, ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমণ্ডি ৩২ নাম্বার গুঁড়িয়ে দিয়ে।

ভিডিও বার্তায় পিনাকী আরও বলেন, যে মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে আপনার দলে দলে আসবেন ধানমণ্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাঁইতি নিয়ে আসবেন। ধানমণ্ডি ৩২ নাম্বার আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন ফ্যাসিবাদের আঁতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন।

স্লোগানের কথা উল্লেখ করে পিনাকী আরও বলেন, গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন। মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্রজনতার বিজয় নিশান ওড়াতে আসবেন। আজ রাত ৯টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাঈদ মুগ্ধ আসবে আপনাদের দেখানো পথে। আসেন অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি। ইতিহাসের দায় মোচন করি ধানমন্ডি ৩২ নাম্বার থাকবে না। ছাত্র জনতার ঐক্য জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।

Read Entire Article