এবার ২ টাকা কেজি চাল বিতরণের ঘোষণা সেই রায়হান জামিলের

ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল ১০ টাকায় ইলিশ ও এক টাকায় গরুর মাংস বিক্রির উদ্যোগের পর এবার দুই টাকা কেজি দরে চাল বিতরণের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। পোস্টে তিনি লেখেন, নির্বাচিত হওয়ার আগেই দুই টাকা কেজি চাল বিতরণ করেছি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলেও এই ধারা অব্যাহত থাকবে। একই সঙ্গে ফরিদপুর-৪ তথা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনকে উন্নয়ন ও মানবিকতার দৃষ্টান্ত হিসেবে সারা বাংলাদেশের জন্য একটি মডেল আসনে রূপান্তরিত করা হবে। এর আগে রায়হান জামিলের উদ্যোগে ১০ টাকায় ইলিশ মাছ ও ১ টাকায় গরুর মাংস বিতরণের কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এসব উদ্যোগকে তিনি মানবিক সহায়তা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে উল্লেখ করেন।

এবার ২ টাকা কেজি চাল বিতরণের ঘোষণা সেই রায়হান জামিলের

ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল ১০ টাকায় ইলিশ ও এক টাকায় গরুর মাংস বিক্রির উদ্যোগের পর এবার দুই টাকা কেজি দরে চাল বিতরণের ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, নির্বাচিত হওয়ার আগেই দুই টাকা কেজি চাল বিতরণ করেছি। ইনশাআল্লাহ, নির্বাচিত হলেও এই ধারা অব্যাহত থাকবে। একই সঙ্গে ফরিদপুর-৪ তথা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনকে উন্নয়ন ও মানবিকতার দৃষ্টান্ত হিসেবে সারা বাংলাদেশের জন্য একটি মডেল আসনে রূপান্তরিত করা হবে।

এর আগে রায়হান জামিলের উদ্যোগে ১০ টাকায় ইলিশ মাছ ও ১ টাকায় গরুর মাংস বিতরণের কর্মসূচি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এসব উদ্যোগকে তিনি মানবিক সহায়তা ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow