এবার ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেপে উঠল আরও এক দেশ
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণ মিন্দানাও দ্বীপের কাছে সমুদ্রের ১০ কিলোমিটার নিচে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। তবে এর মধ্যে বেশিরভাগই খুব বেশি শক্তিশালী হয় না। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোরে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সূত্র: আনাদোলু।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে ফিলিপাইনের দক্ষিণ মিন্দানাও দ্বীপের কাছে সমুদ্রের ১০ কিলোমিটার নিচে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। তবে এর মধ্যে বেশিরভাগই খুব বেশি শক্তিশালী হয় না।
এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার ভোরে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
সূত্র: আনাদোলু।
What's Your Reaction?