এবারও মানুষের নির্বিঘ্নে বাড়ি যাওয়ার ব্যবস্থা করেছি: রেলমন্ত্রী

3 months ago 28

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, এবারও ট্রেনে যাত্রীদের নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছি। কমলাপুর স্টেশন থেকে প্রতিটি ট্রেন সময় মতো ছেড়ে গেছে। শুধুমাত্র দূরের দুটি ট্রেনের সময় বিলম্ব হয়েছে। সেটিও হয়েছে রেল ক্রসিংয়ের কারণে।

শুক্রবার (১৪ জুন) বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যাত্রীদের পাশাপাশি ক্যাটল ট্রেনে গবাদি পশু পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে মানুষ নির্বিঘ্নে ঢাকার হাটগুলোতে আসছেন।

জিল্লুল হাকিম বলেন, পোড়াদহ অথবা দর্শনা থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত একটি ট্রেন দেওয়া হবে। তবে বগি ও ইঞ্জিন সংকটের কারণে আপাতত সম্ভব হচ্ছে না। বগি-ইঞ্জিন আমদানি করা হচ্ছে। আশাকরি আগামী ৪-৫ মাসের মধ্যে সমস্যা সমাধান হবে।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম

Read Entire Article