মাউন্ট এভারেস্ট জয়ের ১০ দিন পর নেপাল থেকে দেশে ফিরেছেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। তাকে বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফুলেল সংবর্ধনা দেন তার সহযোদ্ধা পর্যটক, পরিবার ও স্পন্সররা।
সরেজমিন দেখা যায়, শাকিল বিমানবন্দরে পরিবার ও সহযোদ্ধাদের সঙ্গে কোলাকুলি করছেন। ট্রাভেলাররা তাকে ঘিরে অনুভূতির কথা জানতে চান। এসময় শাকিলকেও উৎফুল্ল দেখা যায়।
শাকিলের বড় ভাই সুমন জাগো নিউজকে বলেন, আমার ছোট ভাই গোটা দেশের গর্ব। আশা করছি দেশের তরুণরা তাকে দেখে অনুপ্রাণিত হবেন। শাকিলের এভারেস্ট বিজয়ের অভিজ্ঞতা তরুণদের জন্য শিক্ষণীয় হয়ে থাকে।
বিমানবন্দরে তার সহযোদ্ধা ও বাংলা চ্যানেল পাড়ি দেওয়া হোমায়েদ ইসহাক মুন। জাগো নিউজকে তিনি বলেন, শাকিল যখন যমুনা নদী পার হয় আমি তার সঙ্গে ছিলাম। আমি একজন সুইমার ও পর্বতারোহী। ওকে সাধুবাদ জানিয়েছে। এখন তাকে দেখা দেখার অপেক্ষায় আছি। আমি সহযোদ্ধা হিসেবে এই ইতিহাসের অংশ হয়ে গর্বিত।

এভারেস্ট জয়ী শাকিলের বন্ধু বিপাশা। তিনিও দেশের বিভিন্ন প্রান্তে ঘুরাঘুরি করেন। জাগো নিউজকে তিনি বলেন, শাকিল পায়ে হেঁটে ১৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। এটা গিনেজ বুকেও রেকর্ড করেছেন। তিনি এডভাঞ্চারের বাইরেও ভালো মানুষ। আমি তার সঙ্গে অনেক জায়গায় ঘুরেছি।
তিনি বলেন, আমাদের আরও অনেক ট্রাভেলার তাকে দেখতে এয়ারপোর্টে আসতেছেন।
এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৪টা ৪৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল।
জানা গেছে, শাকিল কক্সবাজার থেকে প্রায় ১ হাজার ৩৭২ কিলোমিটার পথ হেঁটে গত ১৯ মে সকালে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেন। সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন তিনি। পদযাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্বরেকর্ড গড়েন তিনি। শাকিল এটা করেছেন সর্বকনিষ্ঠ হিসেবে। এতে দেশের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা।
আরএএস/এমআইএইচএস/জিকেএস

4 months ago
14









English (US) ·