এমন একটি দেশ চাই যেখানে ভিক্ষুকের মতো কেউ চাঁদা ওঠাবে না

2 hours ago 6

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবার সহযোগিতা ও ভালোবাসা পেলে একটি সুন্দর দেশ গঠন করতে পারবো। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে ঘরে ও বাইরে মানুষ শান্তিতে থাকবে। সবাই নিরাপত্তা ও সম্মানের সঙ্গে কাজ করবে। রাস্তা-ঘাটে ভিক্ষুকের মতো কেউ চাঁদা ওঠাবে না। খাল-বিল, নদী-নালা দখল করবে না।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে পাবনার ঈশ্বরদীর মুলাডুলিতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির পথসভায় বলেন, আমাদের দেশটা হবে মুক্ত মানুষের দেশ এবং এদেশের নাগরিক বাংলাদেশি পরিচয় দিয়ে গর্ববোধ করবে। এমন একটি বাংলাদেশ কোনো একটি দল একা গড়তে পারবে না। সব দল-ধর্ম মিলে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। কারণ দেশটি আমাদের সবার।

এর আগে জামায়াত আমির সড়ক পথে চুয়াডাঙ্গা থেকে লালন শাহ সেতু পার হয়ে পাকশী আসেন। তিনি লালন শাহ সেতুর পাকশী প্রান্তের টোল প্লাজা মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন এবং ইমামতি করেন। এরপর তিনি নেতাকর্মী ও পুলিশ প্রশাসনের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলার আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক, সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, অফিস সেক্রেটারি মারুফ মো. আহসানউজ্জামান, আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, পাকশী ইউনিয়ন আমির ডা. ইমানুল কায়সার রাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ মহসীন/এফএ/এমএস

Read Entire Article