‘এমন সঙ্কটকালে যেকোনো সন্তানের মতো আমিও মায়ের স্নেহস্পর্শ পাবার জন্য ব্যাকুল’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ/সিসিইউ) চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশব্যাপী উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার রোগমুক্তির জন্য দোয়া করে যাচ্ছেন। আজ শনিবার সকাল ৯টার একটু আগে যোগাযোগমাধ্যম ফেসবুকে বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আবেগঘন বিবৃতি প্রকাশ করেন। তিনি লিখেছেন, তার মায়ের জন্য দেশ-বিদেশে লাখো মানুষের দোয়া ও ভালোবাসা জিয়া পরিবারকে গভীরভাবে অনুপ্রাণিত করছে। তারেক রহমান জানান, মাননীয় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে তার চিকিৎসায় নিয়োজিত আছেন। আরও কয়েকটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, “সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা, দোয়া ও শুভকামনা দেশবাস

‘এমন সঙ্কটকালে যেকোনো সন্তানের মতো আমিও মায়ের স্নেহস্পর্শ পাবার জন্য ব্যাকুল’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ/সিসিইউ) চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশব্যাপী উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার রোগমুক্তির জন্য দোয়া করে যাচ্ছেন।

আজ শনিবার সকাল ৯টার একটু আগে যোগাযোগমাধ্যম ফেসবুকে বেগম খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি আবেগঘন বিবৃতি প্রকাশ করেন। তিনি লিখেছেন, তার মায়ের জন্য দেশ-বিদেশে লাখো মানুষের দোয়া ও ভালোবাসা জিয়া পরিবারকে গভীরভাবে অনুপ্রাণিত করছে।

তারেক রহমান জানান, মাননীয় প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দল পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে তার চিকিৎসায় নিয়োজিত আছেন। আরও কয়েকটি বন্ধুপ্রতীম রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ প্রয়োজনীয় সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, “সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা, দোয়া ও শুভকামনা দেশবাসী জানাচ্ছেন, জিয়া পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মায়ের দ্রুত আরোগ্যের জন্য সবাই দোয়া অব্যাহত রাখবেন—এই অনুরোধ জানাচ্ছি।”

নিজের ব্যক্তিগত অনুভূতির কথা উল্লেখ করে তারেক রহমান লেখেন, “এমন সঙ্কটকালে যেকোনো সন্তানের মতো আমিও মায়ের স্নেহস্পর্শ পাবার জন্য ব্যাকুল। কিন্তু রাজনৈতিক বাস্তবতা ও বহুমাত্রিক জটিলতার কারণে আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এককভাবে প্রয়োগ করা সম্ভব নয়। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, তাই বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত।”

তিনি আরও আশা প্রকাশ করেন, বর্তমান পরিস্থিতির পরিবর্তন ঘটলেই তার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে এবং তিনি স্বদেশে ফিরতে পারবেন।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজনৈতিক অঙ্গনসহ দেশের সাধারণ মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow