হুট করেই ওয়ানডে ফরম্যাটকে বিদায় বলে দিয়েছেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিটা ভালো কাটেনি। তারপরও মুশফিক হয়তো আরও কিছুদিন খেলতে চেয়েছিলেন।
কিন্তু প্রবল সমালোচনার মুখে পড়ে অভিমানে অবসর ঘোষণা করেছেন টাইগার দলের কিংবদন্তি এই ক্রিকেটার। মুশফিকের সিদ্ধান্তটা যে আবেগ থেকে নেওয়া, সেটা বোঝা গেল তার স্ত্রী জান্নাতুল কেফায়াত মন্ডির ফেসবুক স্ট্যাটাসেও।
বিশদ ফেসবুক স্ট্যাটাসের এক পর্যায়ে মুশফিকের স্ত্রী লিখেছেন, ‘দয়া করে এমনভাবে সমালোচনা করবেন না যাতে নামাজে বসে কাউকে কাঁদতে হয়। আমরাও মানুষ।’
বৃহস্পতিবার (৬ মার্চ) সকালে দেয়া এক পোস্টে মন্ডি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, অত্যন্ত তৃপ্তির সঙ্গে তোমাকে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের শুভেচ্ছা জানাচ্ছি, আমার প্রিয়তম! তোমার একটি দারুণ ওয়ানডে ক্যারিয়ার ছিল আলহামদুলিল্লাহ...নিজের প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তোমাকে কঠোর পরিশ্রম করতে দেখেছি, ভাঙা পাঁজর নিয়ে এবং গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একসঙ্গে ২০টা পেইনকিলার নিয়েও খেলতে দেখেছি!’
‘তুমি কখনো নিজের জন্য খেলোনি, বরং দল ও দেশপ্রেমের জন্যই খেলেছ! এমন একজন সৎ মানুষকে পাওয়াটা আশীর্বাদ, যিনি ওজু না করে কখনোই তার ব্যাট ও বল স্পর্শ করতেন না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ...তুমি একজন পারিবারিক মানুষ, আমাদের বাচ্চারা তোমাকে খুব পছন্দ করে, আমি চাই শাহরোজ (ছেলে) তোমার সব ভালো গুণ পাক এবং তোমাকেই জীবনের আদর্শ বানাক।’
তিনি আরও লিখেছেন, ‘আমি জানি এটা কঠিন সিদ্ধান্ত ছিল, ইনশাআল্লাহ। তোমার জন্য নতুন একটা উজ্বল অধ্যায় অপেক্ষা করছে! তুমি আমাদের জন্য আজ পর্যন্ত যা করেছ তাতে আমাদের পরিবার তোমাকে নিয়ে পরিপূর্ণভাবে তৃপ্ত এবং এটাই যথেষ্ঠ, পৃথিবী নেতিবাচকতা নিয়ে যা খুশি বলুক...পরিশেষে আমি বিশ্বের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে এমন পর্যায়ে সমালোচনা করবেন না যে, কাউকে আপনার জন্য নামাজের আসনে বসে কাঁদতে হয়। আমরাও মানুষ।’
এমএমআর/এএসএম