এমপি নির্বাচিত হলেন ইউসুফ পাঠান

4 months ago 60

ভারতের জাতীয় নির্বাচনের ভোট গণনা চলছে। যে রাজ্যে ভোট গণনা শেষ হচ্ছে, সেখানে জানিয়ে দেওয়া হচ্ছে আগামী ৫ বছরের জন্য কে হলেন নতুন সাংসদ। এর মধ্যে সুখবর পেয়েছেন ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। পশ্চিমবঙ্গের বহরামপুর আসনের এমপি নির্বাচিত হয়েছেন দুইবারের বিশ্বকাপজয়ী এই তারকা।

তৃণমূল কংগ্রেস থেকে এমপি নির্বাচিত হয়েছেন ইউসুফ পাঠান। এই আসনে তার বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী।

নির্বাচনে জয়লাভের পর পাশে থাকা ও তাকে সহায়তা করার জন্য দলের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ইউসুফ পাঠন। এরপর বহরামপুরে একটি স্পোর্টস একাডেমি ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান দেওয়ার আশা প্রকাশ করেন দেশটির সাবেক এই তারকা ক্রিকেটার।

ইউসুফ পাঠান জানান, বিজয়ী হওয়ার কারণে দলের প্রধান নেতা মমতা ব্যানার্জী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং এই জয়ে দারুণ খুশি হয়েছেন।

 

এমএইচ/

Read Entire Article