গেল জুন মাসের পর ফ্রান্সের জার্সিতে কোনো গোল নেই কিলিয়ান এমবাপের। রিয়াল মাদ্রিদের সঙ্গেও ভালোভাবে মানিয়ে নিতে পারছেন না তিনি। সব মিলিয়ে গেল কয়েক মাস ভালো যাচ্ছে না ফরাসি ফরোয়ার্ডের। ফর্মহীনতার কারণে জাতীয় দল থেকেও বাদ পড়েছেন এমবাপে। এখন এমবাপেকে নিয়ে প্রশ্ন করলেও যেন বিরক্ত হন ফরাসি কোচ দেদিয়ের দেশম।
আজ বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে হোমম্যাচ খেলবে ফ্রান্স। এই ম্যাচে এমবাপেকে দলে রাখেননি দেশম। ফরাসি তারকা দলে না থাকলেও আগ্রহের কেন্দ্রে থাকেন সব সময়। এমবাপেকে নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠাও স্বাভাবিক।
ইসরায়েলের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন দেশম। সেখানে সাংবাদিকরা এমবাপেকে নিয়ে প্রশ্ন করেন। দেশম প্রথমে মজার ছলে নিলেও পরবর্তীতে বেশ গুরুত্ব দিয়েই প্রশ্নের উত্তর দেন।
দেশম বলেন, ‘শোনেন, আমি আপনাকে যা বলেছিলাম এখনও তাই বলছি। আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন এবং ব্যাখ্যা করতে পারেন। আগামীকাল (আজ) আমার একটি খেলা আছে। এখানে ২৩ জন খেলোয়াড় আছে। কিলিয়ান (এমবাপে) এখানে নেই। দয়া করে তাকে একা থাকতে দিন।’
ফ্রান্সের আগের ম্যাচ বেলজিয়ামের বিপক্ষেও দলে ছিলেন না এমবাপে। সে সময় উরুর সামান্য ইনজুরির কারণে তাকে রাখা হয়নি। কিন্তু এবার ফর্মের কারণে তাকে বাদ পড়তে হলো।
এমএইচ/এএসএম