এমবাপ্পেকে নিয়ে ফ্রান্স দলে অশান্তি

2 months ago 34

ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি হ্যাটট্রিক করেছিলেন। বর্তমান সময়ের অন্যতম সেরা ফরাসি ফুটবলারকে নিয়ে দলে শুরু হয়েছে অশান্তি। দল থেকে তাকে ছেঁটে ফেলার পর বিরক্ত গোপন করেননি ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশম।

আসন্ন নেশনস লিগের ম্যাচে ফ্রান্স দল থেকে এমবাপ্পেকে বাদ দিয়েছেন দেশম। এ সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হচ্ছে। ইসরায়েল ম্যাচের আগে দেশম বলেন, ‘দেখুন, যা বলেছি তা যথেষ্ট। আপনাদের বাকস্বাধীনতা রয়েছে। নিজেদের মতো বুঝে নিয়ে যা খুশি লিখতে পারেন। কাল আমাদের একটা ম্যাচ রয়েছে। দলে ২৩ জন খেলোয়াড় রয়েছে। কিলিয়ান সেখানে নেই। তাকে তার মতো ছেড়ে দিন।’

কোচ বিরক্ত হলেও এমবাপ্পের সতীর্থ ডিফেন্ডার দায়োত উপামেকানো পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কিলিয়ান এই ফ্রান্স দলের জন্য কী করেছে, সেটা কেউই ভুলে যায়নি। তার প্রতি আরও একটু সম্মান দেখানো উচিত আমাদের। আশা করি দ্রুত আমরা একসঙ্গে খেলব। এমবাপ্পের পাশে আছি আমরা। সে আমাদের অধিনায়ক। দ্রুত দলে ফিরবে।’

Read Entire Article