এরদোয়ান–ট্রাম্প বৈঠক কোথায়, কবে

5 hours ago 3
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে তিনি এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। খবর শাফাক নিউজের। জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হচ্ছে ২৩ সেপ্টেম্বর। এরদোয়ান মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অধিবেশনে ভাষণ দেবেন এবং এরপর মার্কিন থিংক ট্যাংক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার ওয়াশিংটনে পৌঁছাবেন। এরদোয়ান জানান, ট্রাম্পের সঙ্গে তার বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি। তিনি আরও জানান, তিনি সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গেও বৈঠক করবেন। এরদোয়ান বলেন, তুরস্ক সিরিয়াকে একা ফেলে দেবে না। কাতারে আল-শারার ও তার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকের কথা উল্লেখ করে এরদোয়ান জানান, শিগগিরই তাদের আংকারায় স্বাগত জানানো হবে। গাজা প্রসঙ্গে এরদোয়ান বলেন, জাতিসংঘ অধিবেশন চলাকালে বেশ কিছু দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে। তিনি মনে করেন, এটি দুই-রাষ্ট্র সমাধানের পথে নতুন গতি আনবে।  
Read Entire Article