এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনে দলের মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের সঙ্গে আপস করেননি, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সঙ্গেও আপস করেনি। গণতন্ত্র রক্ষায় আপসহীন এ নেত্রী আজ মৃত্যুশয্যায়, আপনারা তার জন্য দোয়া করবেন। আমি আজ দোয়া চাইতে এসেছি।  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জামালপুরের বকশীগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে ধানুয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে উপস্থিত দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে এ আবেদন করেন তিনি।  রশিদুজ্জামান মিল্লাত বলেন, আজ কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, আজ কোনো নির্বাচনী বক্তব্য দেব না। গণতন্ত্রের জননী, আমাদের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হয়েছেন। আপনাদের কাছে দোয়া চাই, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারেন। ধনুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কৃষিবিদ অধ্যাপক আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (অব.) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভা

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও জামালপুর-১ আসনে দলের মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদের সঙ্গে আপস করেননি, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সঙ্গেও আপস করেনি। গণতন্ত্র রক্ষায় আপসহীন এ নেত্রী আজ মৃত্যুশয্যায়, আপনারা তার জন্য দোয়া করবেন। আমি আজ দোয়া চাইতে এসেছি। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জামালপুরের বকশীগঞ্জ হানাদারমুক্ত দিবস উপলক্ষে ধানুয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে উপস্থিত দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে এ আবেদন করেন তিনি। 

রশিদুজ্জামান মিল্লাত বলেন, আজ কোনো রাজনৈতিক বক্তব্য দেব না, আজ কোনো নির্বাচনী বক্তব্য দেব না। গণতন্ত্রের জননী, আমাদের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসনে প্রার্থী হয়েছেন। আপনাদের কাছে দোয়া চাই, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারেন।

ধনুয়া কামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কৃষিবিদ অধ্যাপক আব্দুল্লাহ আল মোকাদ্দেছ রিপনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (অব.) মো. আব্দুল্লাহ আল মাহমুদ, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বাবু শ্যামল চন্দ্র, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম প্রিন্সসহ দলীয় নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow