এল ক্লাসিকোর পর ইয়ামালকে খোঁচা দিয়ে বেলিংহামের পোস্ট

3 hours ago 6
বার্নাব্যুর রাত শেষ হয়েছে উত্তেজনায়, তর্কে, এমনকি বিশৃঙ্খলায়। মাঠে রিয়াল মাদ্রিদের জয়ে শেষ হলেও, মাঠের বাইরে যেন নতুন এক যুদ্ধ শুরু হয়ে গেছে—আর সেই যুদ্ধের সূচনা ঘটিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা মিযফিল্ডার জুড বেলিংহাম নিজেই! লা লিগার বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ২–১ গোলে হারানোর পর ইনস্টাগ্রামে স্পষ্ট খোঁচা দিয়েছেন ইংলিশ তারকা। ম্যাচ শেষে পোস্ট করা ছবিগুলোর সঙ্গে বেলিংহামের ক্যাপশন—“Talk is cheap. HALA MADRID SIEMPRE!!!” (কথা সস্তা, হালা মাদ্রিদ চিরজীবী!)—সবাই বুঝে গেছে, এই বার্তা কার উদ্দেশে। বার্নাব্যুর ওই ক্লাসিকোটি ছিল যতটা রোমাঞ্চকর, ততটাই বিতর্কিত। শেষ মুহূর্তে পেদ্রি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দুই দলের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় টাচলাইনের পাশে। পুলিশ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়। বেলিংহাম, যিনি তখন বদলি হয়ে বেঞ্চে ছিলেন, তাকেও দেখা যায় সেই বিশৃঙ্খলার মধ্যে। খেলা শেষ হওয়ার পর আবার মাঠে ঢুকে ইয়ামালের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন দানি কারভাহাল। রিয়াল খেলোয়াড়রা অভিযোগ করেন, তরুণ ইয়ামাল “অতিরিক্ত কথা বলছিলেন।” ভিনিসিয়ুস জুনিয়র ও কোর্তোয়ারাও যোগ দেন তর্কে। অন্যদিকে, বার্সার পক্ষে ইয়ামালকে রক্ষা করতে ছুটে আসেন রাফিনিয়া, যিনি ম্যাচডে স্কোয়াডে ছিলেন না। ক’দিন আগেই ১৮ বছর বয়সী ইয়ামাল বলেছিলেন—“রিয়াল মাদ্রিদ চুরি করে, সব সময় অভিযোগ করে।” সেই মন্তব্যই যেন ফিরে এলো তার কাছে বুমেরাং হয়ে। ক্লাসিকো জিতে বেলিংহামরা ফেরালেন মাঠে এবং অনলাইনে দুই দিক থেকেই। ম্যাচে দারুণ খেলেছেন বেলিংহাম—একটি গোল ও একটি অ্যাসিস্ট। তার পাস থেকে এমবাপ্পে প্রথম গোল করেন, আর দ্বিতীয়টি বেলিংহামের নিজের। আলোনসোর অধীনে নতুন করে উড়ছে রিয়াল, গত মৌসুমে বার্সার বিপক্ষে চার ম্যাচেই হারের পর এই জয় ছিল মর্যাদা পুনরুদ্ধারের প্রতীক।   View this post on Instagram A post shared by Jude Bellingham (@judebellingham)
Read Entire Article