এলডিপির দায়িত্বে চাঁদপুরের বিল্লাল হোসেন
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী।
জানা গেছে, এলডিপির মহাসচিব পদ শূন্য হওয়ায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।
দলীয় সূত্রে জানা যায়, এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ বিএনপিতে যোগদান করায় মহাসচিবের পদটি শূন্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে দলীয় সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে বিল্লাল হোসেন মিয়াজীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
বিল্লাল হোসেন মিয়াজী এলডিপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রীয় সদস্য, প্রচার সম্পাদক ও যুগ্ম মহাসচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে সংগঠিত করতে তার ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত।
বিল্লাল হোসেন মিয়াজী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সন্তান। নিজ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত হয়েছেন দলটির যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী।
জানা গেছে, এলডিপির মহাসচিব পদ শূন্য হওয়ায় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন।
দলীয় সূত্রে জানা যায়, এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ বিএনপিতে যোগদান করায় মহাসচিবের পদটি শূন্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে দলীয় সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে অভিজ্ঞ ও ত্যাগী নেতা হিসেবে বিল্লাল হোসেন মিয়াজীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়।
বিল্লাল হোসেন মিয়াজী এলডিপির প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কেন্দ্রীয় সদস্য, প্রচার সম্পাদক ও যুগ্ম মহাসচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলকে সংগঠিত করতে তার ভূমিকা নেতাকর্মীদের কাছে প্রশংসিত।
বিল্লাল হোসেন মিয়াজী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের নন্দলালপুর গ্রামের সন্তান। নিজ এলাকার রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন ও সক্রিয় রাজনৈতিক সংগঠক হিসেবে পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলডিপির প্রার্থী হয়ে চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে নির্বাচন করবেন তিনি।
প্রসঙ্গত, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে এলডিপির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমদ বিএনপিতে যোগ দেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে এলডিপি ত্যাগ করে দলটিতে যোগদান করেন।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, বিল্লাল হোসেন মিয়াজীর নেতৃত্বে এলডিপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং আগামী রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।