এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুল হক

3 weeks ago 19

নানা আলোচনার পর অবশেষে ভেঙেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়েব) সিন্ডিকেট। সংগঠনটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ডেল্টা এলপিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক। তিনি এ পদে আজম জে চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছেন। এ ছাড়া ভাইস-প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশীদ।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আমিরুল হক দেশের অন্যতম বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, যিনি প্রায় চার দশক ধরে বাণিজ্য ও শিল্পখাতে অসামান্য অবদান রেখে চলেছেন। তিনি সিকম গ্রুপ এবং প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। দেশের পেট্রো-কেমিক্যাল, শিপিং, বীজ প্রক্রিয়াকরণ ও ভোজ্য তেল শোধনাগার, আটা কল, চিংড়ি হ্যাচারি, ব্যাগ ও স্যাক উৎপাদন এবং রিয়েল এস্টেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বৃহৎ শিল্পখাত উন্নয়নে তার সক্রিয় অবদান রয়েছে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন তিনি। দেশের ব্যবসা বাণিজ্য ও আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার সিআইপি হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক এবং ইংল্যান্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশের শিল্প খাতের অন্যতম পথিকৃৎ হিসেবে তিনি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স গণমাধ্যমে টেকসই অর্থনৈতিক নীতিমালা গঠনে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে আসছেন। বিশ্বায়নের আলোকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে বাংলাদেশের জন্য একটি টেকসই অর্থনীতি গঠনে অনবদ্য ভূমিকা রেখে আসছেন।

আমিরুল হক একজন দূরদর্শী শিল্পনেতা, সমাজসেবক এবং মানবপ্রেমী ব্যক্তি। দেশের মানুষের কল্যাণে কাজ করা এবং তাদের সুখ-দুঃখে পাশে থাকাক তার জীবনের অন্যতম নীতিগত লক্ষ্য এবং প্রতিনিয়ত তিনি এই লক্ষে কাজ করে যাচ্ছেন।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হুমায়ুন রশীদ প্রকৌশল এবং উদ্ভাবন শিল্পর ওপর প্রতিষ্ঠিত উদ্যোক্তা। তিনি এনার্জিপ্যাকের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। তিনি প্রধান হিসাবে বিভিন্ন ধরনের ট্রান্সফরমার এবং বৈদ্যুতিক পণ্যের ব্যবসায় উৎপাদন এবং বিতরণে ৪২ বছর ধরে যুক্ত রয়েছেন। এই খাতের উন্নয়নে তার রয়েছে বিশেষ ভূমিকা। তিনি বেশ কয়েকবার বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসাবে জিওবি দ্বারা স্বীকৃত হয়েছেন। 

বর্তমানে তিনি বাংলাদেশ ফিলিপাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিপিসিসিআই) সভাপতি, ঢাকা নর্থের রোটারি ক্লাবের সভাপতি, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) সাবেক সভাপতি এবং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি। তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি।

Read Entire Article